উত্তরাখণ্ডের ওম পর্বতের মাথা থেকে উধাও বরফ। ওম পর্বতের চুড়ো বরফহীন, এ ধরনের ঘটনা এই প্রথম ঘটল। গত সপ্তাহে এই দৃশ্য দেখে বিস্মিত পর্যটকরা। এই ঘটনা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল।
এই ঘটনায় বিশেষজ্ঞরা জানাচ্ছে, গত পাঁচ বছর ধরে হিমালয়ের উপরের দিকের অংশে বরফপাত কম হচ্ছে। তার সঙ্গে কমেছে বৃষ্টিপাতের পরিমাণও। ফলে বেড়েছে বিশ্ব উষ্ণায়ন। এছাড়া গত কয়েক বছরে বেড়েছে বায়ুদূষণও। তার জন্যেই এই ঘটনা ঘটছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যাস উপত্যকার (Vyas Valley) একটি জনপ্রিয় পর্যটনস্থল ওম পর্বত, যেটি প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত। পর্বতশীর্ষের বরফ এমন আকার ধারণ করে যেন মনে হয় ‘ওঁ’ লেখা আছে। সেকারণেই এই পর্বতের নাম ওম পর্বত।
এক পর্যটক জানান, “১৬ আগস্ট ওখানে গিয়েছিলাম। যে পর্বতশীর্ষ সবসময়ে বরফে ঢাকা থাকে সেই ওম পর্বতকে বরফহীন দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।” গুঞ্জি গ্রামের বাসিন্দা উর্মিলা সানওয়াল বরফহীন ওম পর্বতের ছবি তুলেছেন। তিনি বলেন, “‘ওঁ’ আকারের পর্বতের মাথায় বরফ না থাকলে তাকে চেনাই যায় না।“
এই বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, পর্বতশীর্ষ যদি এই ভাবে বহুদিন ধরে বরফহীন থাকে, তাহলে পর্যটনে প্রভাব পড়বে।
ওম পর্বত বরফহীন থাকার এমন বিরল ঘটনা প্রসঙ্গে ধরচুলায় আদি কৈলাস যাত্রার বেস ক্যাম্পের দায়িত্বে থাকা ধন সিং বিশ্ত বলেন, “কুমায়ুন মণ্ডল বিকাশ নিগমে ২২ বছর ধরে চাকরি করছি। এই প্রথম বরফহীন ওম পর্বত দেখলাম।”
যদিও জানা যাচ্ছে, সোমবার রাতে আবার বরফ ফিরেছে ওম পর্বতে। পর্বতে বরফ ফিরে আসায় পিথোরাগড়ের জেলা প্রশাসন ও কেএমভিএন-এর কর্মীরা স্বস্তির নিশ্বাস ফেলেছেন।
আলমোড়ার জিবি পন্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হিমালয়ান এনভায়রনমেন্ট-এর অধিকর্তা সুনীল নৌটিয়াল বলেন, “হিমালয়ের পরিবেশ সংবেদনশীল অঞ্চলে তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্যই বরফ উধাও হয়ে গিয়েছে। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি এই বরফহীনতার একটা বড়ো কারণ এই অঞ্চলে জ্বালানি-চালিত গাড়ির চলাচল অত্যধিকভাবে বেড়ে যাওয়া।“
উল্লেখ্য, গত বছর অক্টোবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোলিংকং সফরের পর এই অঞ্চলে পর্যটকদের সংখ্যা বেড়েছে অনেকটাই। এনিয়ে গারবিয়াং গ্রামের বাসিন্দা কৃশ গারবিয়াল বলেন, “প্রধানমন্ত্রীর সফরের পর জোলিংকং থেকে আদি কৈলাসের দর্শন পাওয়ার জন্য আগত পর্যটকের সংখ্যা ১০ গুণ বেড়ে গিয়েছে।“
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন