Maharashtra: মহারাষ্ট্রে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজির মূর্তি, কয়েকমাস আগেই উদ্বোধন করেছিলেন মোদী

People's Reporter: উল্লেখ্য, ২০২৩ সালের ৪ ডিসেম্বর নৌসেনা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মোচন করেন ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি।
মহারাষ্ট্রে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি
মহারাষ্ট্রে ভেঙে পড়ল ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তিছবি - সংগৃহীত
Published on

২০২৩ সালে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় ছত্রপতি শিবাজি মহারাজের ৩৫ ফুট মূর্তি উন্মোচন হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং সেই মূর্তি উন্মোচন করেন। ৯ মাস যেতে না যেতেই সোমবার ভেঙে পড়ে সেই মূর্তি। জানা গেছে, নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটি। পাশাপাশি ওই মূর্তিতে যে নাট বল্টু ব্যবহার করা হয়েছিল, তাতে জং ধরেছে। অন্যদিকে, এই মূর্তি ভেঙে পরায় মহারাষ্ট্রের জোট সরকারের দিকে আঙুল তুলেছে বিরোধীরা।

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ১ টা নাগাদ মালভানের রাজকোট দুর্গে ভেঙে পড়ে শিবাজী মহারাজের সেই মূর্তি। পূর্ত দফতরের দাবি, মূর্তিতে ব্যবহৃত নাট বল্টুতে মরচে পড়েছে। এই নিয়ে সতর্কতা জারি করা হলেও তা উপেক্ষা করা হয়েছে। ওই এলাকায় গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। মনে করা হচ্ছে লাগাতার বৃষ্টির ফলে ভেঙে পড়েছে মূর্তিটি। উল্লেখ্য, ২০২৩ সালের ৪ ডিসেম্বর নৌসেনা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উন্মোচন করেন ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তি।

এই ঘটনাকে দূর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানিয়েছেন, জেলা কালেক্টরের সঙ্গে কথা বলেছেন তিনি। এবং তিনি জানিয়েছেন, প্রতি ঘন্টায় ৪৫ কিমি বেগে বাতাসের কারণে ভেঙে পড়েছে মূর্তিটি।

অন্যদিকে, মূর্তি ভেঙে পড়ায় মহারাষ্ট্র সরকারের তীব্র সমালোচনা করেছেন বিরোধীরা। প্রসঙ্গত, মহারাষ্ট্র জোট সরকারে রয়েছে বিজেপিও। বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার এই ঘটনাকে ‘লজ্জাজনক ঘটনা’ বলে মন্তব্য করেছেন। পাশাপাশি, এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

শিবসেনা (উদ্ধব শিবির) বিধায়ক বৈভব নায়েক আঙুল তুলেছেন রাজ্যের একনাথ শিন্ডে সরকারের দিকে। তিনিও তদন্তের দাবি তুলেছেন। এনসিপি (এসপি) এর কার্যকরী সভাপতি তথা বারামতি সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘটনাকে ছত্রপতি শিবাজি মহারাজের অপমান বলে মন্তব্য করেছেন। তিনিও পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন।

এনসিপি (এসপি) নেতা জয়ন্ত পাটিল জানিয়েছেন, মূর্তি ভাঙার জন্য দায়ী রাজ্য সরকার। মূর্তির গুণমানের দিকে নজর দেয়নি তারা। পরিবর্তে অনুষ্ঠানের উপরই নজর ছিল তাদের, যেখানে আমন্ত্রিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in