১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে হরিয়ানার সমস্ত স্কুলে 'গুড মর্নিং'-র পরিবর্তে 'জয় হিন্দ' বলার নির্দেশিকা জারি করলো সে রাজ্যের সরকার। পড়ুয়াদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, হরিয়ানায় ১৪,৩০০টি সরকারি স্কুল এবং প্রায় ৭,০০০টি বেসরকারি স্কুল রয়েছে। সরকারি এবং বেসরকারি স্কুল মিলিয়ে প্রায় ৫০ লক্ষ পড়ুয়া রয়েছে। আগামী ১৫ অগস্ট ভারতের স্বাধীনতার ৭৮ বছর পূর্তি হতে চলেছে। সকলকেই ওই দিন থেকে 'জয় হিন্দ' বলতে হবে। বৃহস্পতিবার এই নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দফতর।
বিজ্ঞপ্তিটি জেলা শিক্ষা আধিকারিক, জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক, ব্লক শিক্ষা আধিকারিক, ব্লক প্রাথমিক শিক্ষা আধিকারিক, অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে। সকলকেই এই নির্দেশ পালন করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "ছাত্রদের মধ্যে গভীর দেশপ্রেম জাগ্রত করার জন্য 'গুড মর্নিং'-এর পরিবর্তে 'জয় হিন্দ' বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে ছাত্ররা প্রতিদিন জাতীয় ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হয় এবং আমাদের দেশের ইতিহাসের প্রতি শ্রদ্ধাশীল হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে নেতাজি সুভাষ চন্দ্র বসু 'জয় হিন্দ' শব্দ ব্যবহার করেছিলেন। পড়ুয়ারাও গর্বের সাথে ব্যবহার করুক"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন