Recruitment Scam: 'এখনই গ্রেফতার নয়' - OMR শিট মামলায় সুপ্রিম রক্ষাকবচ পর্ষদ সভাপতি গৌতম পালকে

People's Reporter: সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী জানান, এখনই গ্রেফতার করা যাবে না পর্ষদ সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে।
রক্ষাকবচ পেলেন গৌতম
রক্ষাকবচ পেলেন গৌতমগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

ওএমআর শিট বিকৃতকাণ্ডে সুপ্রিম স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল ও ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার। শুক্রবার দেশের শীর্ষ আদালত থেকে রক্ষাকবচ পেলেন ওই দুই আধিকারিক।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ওএমআর শিট বিকৃতকাণ্ডে গৌতম পাল এবং পার্থ কর্মকারকে সিবিআই জেরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। তিনি এও নির্দেশ দেন সিবিআই প্রয়োজনবোধ করলে তাঁদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবেন। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পর্ষদের আধিকারিকরা।

শুক্রবার সেই মামলার শুনানি ছিল। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, গৌতম পাল কিছুই জানেন না। ওএমআর শিট বিকৃত হয়েছে বহু বছর আগে। গৌতম পাল পর্ষদ সভাপতির দায়িত্ব পান গতবছর।

এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায়, এখনই গ্রেফতার করা যাবে না পর্ষদ সভাপতি এবং ডেপুটি সেক্রেটারিকে। তবে হাইকোর্টের নির্দশ অনুযায়ী তদন্তে সহযোগিতা করতে হবে। এই মামলার পরবর্তী শুনানি ৯ নভেম্বর।

প্রসঙ্গত, এই মামলার প্রথম শুনানিতে বিচারপতিরা জানিয়েছিলেন, পর্ষদ সভাপতি গৌতম পাল এবং ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার শীর্ষ আদালতের তরফ থেকে এখনই রক্ষাকবচ পাবেন না। তদন্তে সহযোগিতা করলে গ্রেফতারির আশঙ্কার প্রশ্নই থাকে না। ফলে রক্ষাকবচের প্রয়োজন নেই। তবে সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের কারণে আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁদের গ্রেফতার করতে পারবে না সিবিআই।

রক্ষাকবচ পেলেন গৌতম
ডিএ আন্দোলনের মঞ্চে নাটক করায় সরকারের কোপে নাট্যজন সংস্থা! আচমকা বুকিং বাতিলে শুরু বিতর্ক
রক্ষাকবচ পেলেন গৌতম
Ration Scam: 'মমতা দি সবটা জানেন' - সিজিও কমপ্লেক্সে বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক!
রক্ষাকবচ পেলেন গৌতম
World Cup 2023: টিকিটের হাহাকার অথচ ধৃত পার্থ, জ্যোতিপ্রিয় সহ বিধানসভার বিধায়কদের টিকিট দিল CAB

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in