বুধবার মনোনয়নপত্র জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। হলফনামায় নিজের স্থাবর-অস্থাবর এবং স্বামী রবার্ট বঢরার স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন তিনি। প্রায় ১২ কোটি টাকার সম্পত্তি রয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর।
কেরালার ওয়াইনাড কেন্দ্র থেকে লোকসভা উপনির্বাচনে লড়ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনিই গান্ধী পরিবারের প্রথম সদস্য যিনি শুধুমাত্র দক্ষিণ ভারত থেকে লোকসভা নির্বাচনে অভিষেক করছেন। বুধবার এক সমাবেশের পর বিশাল মিছিল করে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী।
নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, হলফনামায় প্রিয়াঙ্কা নিজের অস্থাবর সম্পত্তি দেখিয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৭৮ হাজার ৬৮৯ টাকার। এই অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মিউচুয়্যাল ফান্ড, পিপিএফ অ্যাকাউন্ট, স্বামীর উপহার দেওয়া ৮ লক্ষ টাকার হোন্ডা সিআরভি গাড়ি, ১ কোটি ১৫ লক্ষ ৭৯ হাজার ৬৫ টাকার সোনার গয়না রয়েছে। হাতে নগদ রয়েছে ৫২ হাজার টাকা।
এছাড়া ৭ কোটি ৭৪ লক্ষ ১২ হাজার ৫৯৮ টাকার স্থাবর সম্পত্তির উল্লেখ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। যার মধ্যে আছে হিমাচল প্রদেশের সিমলার একটি বাড়ি। এটির আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬৩ লক্ষ ৯৯ হাজার টাকা। দিল্লির মেহরৌলি এলাকার সুলতানপুর গ্রামে কৃষিজমি এবং ফার্ম হাউসে অংশীদারি রয়েছে তাঁর। যার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লক্ষ ১৩ হাজার ৫৯৮ টাকা। হলফনামায় স্বামীর অস্থাবর সম্পত্তির পরিমাণ তিনি জানিয়েছেন ৩৭ কোটি ৯১ লক্ষ ৪৭ হাজার ৪৩২ টাকার এবং স্থাবর সম্পত্তির পরিমাণ দেখিয়েছেন ২৭ কোটি ৬৪ লক্ষ ৩৮ হাজার ৬৩৩ টাকার।
হলফনামায় তিনি আরও জানান, ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় হয়েছে ৪৬ লক্ষ ৩৯ হাজার ১০০ টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয়ের পরিমাণ ছিল ৪৭ লক্ষ ২১ হাজার ৮২০ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে আয় হয়েছে ৪৫ লক্ষ ৫৬ হাআর ৯৪০, ২০২০-২১ অর্থবর্ষে আয়ের পরিমাণ ১৯ লক্ষ ৮৯ হাজার ৪২০ টাকা এবং ২০১৯-২০ অর্থবর্ষে প্রিয়াঙ্কা গান্ধীর আয় হয়েছে ৬৯ লক্ষ ৩১ হাজার ৬৬০ টাকা।
বুধবার দাদা রাহুল গান্ধী এবং মা সনিয়া গান্ধীকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন প্রিয়াঙ্কা গান্ধী। এই প্রথম ভোটে দাঁড়ালেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে কেরালার ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলী - এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। কংগ্রেস সূত্র মারফত আগেই জানা যায় ওয়াইনাড কেন্দ্রটি নিজের বোনের জন্য ছেড়ে দেবেন রাহুল গান্ধী।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন