১৮ হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি হয়ে গেল এয়ার ইন্ডিয়া। নিলামে এই জাতীয় বাহকের মালিকানা পেল টাটা গোষ্ঠী। DIPAM সচীব তুহিন কুন্তা পান্ডে একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, এই জাতীয় বাহকের বেসরকারীকরণের ফলে সরকারের কোষাগারে জমা হবে ২ হাজার ৭০০ কোটি টাকা।
১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ শেয়ারই কিনে নিয়েছে টাটা গোষ্ঠীর অন্তর্গত টাটা সন্স। এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানি AISATS এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ৫০ শতাংশ শেয়ারও পাবে টাটা সন্স।
নিলামের চূড়ান্ত পর্যায়ে মাত্র দুটি দরদাতা ছিল। একটি টাটা এবং অন্যটি শিল্পপতি অজয় সিংহের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম। অজয় সিংহকে হারিয়ে ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়ার মালিকানা পায় টাটা।
সরকার জানিয়েছে প্রায় ৬১,৫৬২ কোটি টাকা লসে চলছিল এয়ার ইন্ডিয়া। ফলে দীর্ঘদিন ধরেই এই সংস্থাকে বিক্রি করার চেষ্টা করছিল সরকার। অবশেষে তা সফল হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন