আজ অর্থাৎ বুধবার ঘোষিত হয়েছে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট। অর্থনীতিবিদদের মতে চাকরিজীবীদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে এই বাজেটে। এমনকি বাজেটে সাত লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ছাড় দেওয়া হয়েছে। ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো আয় কর দিতে হবে না।
সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ঘোষণা করেছেন। তাতে দেখা যাচ্ছে যাঁরা বছরে ৭ লক্ষ টাকা আয় করেন তাঁদের আয়করে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। এই পরিমাণ আগে ছিল ৫ লক্ষ টাকা পর্যন্ত।
৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে সরকারকে কোনো আয়কর দিতে হবে না।
৩-৬ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে আয়কর দিতে হবে ৫ শতাংশ।
৬-৯ লক্ষ আয়ে আয়কর দিতে হবে ১০ শতাংশ।
৯-১২ লক্ষ আয়ে দিতে হবে ১৫ শতাংশ।
১২-১৫ লক্ষ আয়ে আয়কর দিতে হবে ২০ শতাংশ।
১৫ লক্ষের বেশি আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ।
প্রসঙ্গত, এর আগে ...
২.৫ লক্ষ থেকে ৫ লক্ষ আয়ে কর ছিল ৫ শতাংশ।
৫-৭.৫ লক্ষ আয়ে কর দিতে হত ১০ শতাংশ।
৭.৫ লক্ষ থেকে ১০ লক্ষ আয়ে কর ধার্য ছিল ১৫ শতাংশ।
২০ শতাংশ কর ছিল ১০-১২.৫ লক্ষ আয়ে।
১২.৫ লক্ষ থেকে ১৫ লক্ষ বার্ষিক আয়ে আগে দিতে হত ২৫ শতাংশ কর।
১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশই কর ছিল।
উল্লেখ্য, নতুন কর ছাড় তাঁরাই পাবেন যাঁরা নতুন কর পদ্ধতির আওতায় আছেন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ৯০ শতাংশ মানুষ পুরনো কর পদ্ধতিতে আছেন। তাঁরা নতুন পদ্ধতিতে না এলে কর ছাড় সম্ভব নয়।
এছাড়া বাজেটে রেলের জন্য বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। প্রতিরক্ষায় বরাদ্দ হয়েছে ৫ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা। ২০২২-২৩ সালে বরাদ্দ ছিল ৫ লক্ষ ২৪ হাজার কোটি টাকা। সেনার আধুনিকীকরণের জন্য বরাদ্দ হয়েছে ১ লক্ষ ১১ হাজার কোটি টাকা।
মেক ইন ইন্ডিয়া প্রকল্পের জন্য ৮৯ হাজার কোটি, রায়বেরিলির অস্ত্র কারখানার জন্য ১৩ হাজার কোটি, ১৩ রকমের দেশীয় প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বরাদ্দ হয়েছে ১৯ হাজার কোটি টাকা। নৌবাহিনীর জন্য অতিরিক্ত ২৯ হাজার কোটি, অগ্নিপথ প্রকল্পের জন্য ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও প্রতিরক্ষার অন্যান্য খাতেও অর্থ বরাদ্দ করা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন