সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, জাতির জনক মহাত্মা গান্ধীর মূর্তির মুখের ভিতর আতশবাজি রেখে ফাটানো হচ্ছে। ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা তীব্র নিন্দা করেছেন। এই ঘটনায় ইতিমধ্যে চার জনকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক নাবালক গান্ধীজির মূর্তির মুখের মধ্যে একটি আতশবাজি রাখছে। এরপর আতশবাজিটি জ্বালিয়ে দেওয়া হয়। যদিও এই বিস্ফোরণের ফলে গান্ধী মূর্তিটির কোনও ক্ষতি হয়েছে কিনা তা ভিডিওতে নেই।
ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) এক নেতা নিজের এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে এক আইপিএস অফিসারকে ট্যাগ করে লিখেছেন, “আমি সিভি আনন্দের কাছে অনুরোধ করছি ক্যান্টনমেন্টে বাওয়েনপ্যালি থানার কাছে গান্ধীজির মূর্তির সাথে করা এই অশালীন আচরণের বিষয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হোক। জাতির জনককে অপমান করা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এখন।"
সমাজ মাধ্যমে ভিডিওটি বহু মানুষ দেখেছেন। সকলেই এহেন আচরণের নিন্দা করেছেন। একজন এক্স ব্যবহারকারী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এবং হায়দ্রাবাদ পুলিশকে ট্যাগ করে লিখেছেন, "এটি খুবই মর্মান্তিক এবং অসম্মানজনক আচরণ। আশা করি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।“
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “অনুগ্রহ করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হোক।“ ভিডিওটি স্ন্যাপচ্যাট এবং অন্যান্য সমাজ মাধ্যমে শেয়ার করা হয়েছে।
এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই চার জনের মধ্যে দু’জন নাবালক। চার জনই বাপুজি নগরের বাসিন্দা। তদন্ত চলাকালীন পুলিশ আরও জানিয়েছে, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্যই এহেন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্তরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন