গণতান্ত্রিক সংগ্রামের কোনো ইতিহাস নেই বিজেপির এবং তাদের একমাত্র শক্তি হল 'মিথ্যা' এবং 'জুমলা'-র ডবল ইঞ্জিন। শুক্রবার তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) কার্যকারী সভাপতি কে টি রামা রাও একথা জানিয়েছেন। তেলেঙ্গানার সঙ্গে স্বাধীনতা সংগ্রামী আলুরি সীতারামা রাজুকে যুক্ত করার জন্য বিজেপিকে উপহাস করে কেটিআর টুইটারে একথা লিখেছেন।
ট্যুইটারে তির্যক ভঙ্গীতে অমিত শাহকে উদ্দেশ্য করে এদিন কেটিআর লেখেন, "হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষক হওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া।" বৃহস্পতিবার তেলেঙ্গানা রাজ্য গঠন দিবসে দিল্লিতে সংস্কৃতি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তৃতার প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেটিআর এই মন্তব্য করেছিলেন।
অমিত শাহ তার বক্তৃতার সময় তেলেঙ্গানার স্বাধীনতা সংগ্রামীদের সাথে অন্ধ্র অঞ্চলের আলুরির নাম উল্লেখ করেছিলেন। জাতীয় রাজধানীতে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি আয়োজিত সভায় আলুরির চিত্রকর্মগুলিও প্রদর্শিত হয়৷
এদিন কেটিআর লিখেছেন, "বিজেপি এমন একটি দল যার গণতান্ত্রিক সংগ্রামের কোনো ইতিহাস নেই; ভারতের স্বাধীনতা বা তেলেঙ্গানা গঠনেও তাদের কোনো ভূমিকা নেই। তাদের একমাত্র শক্তি হল মিথ্যা ও জুমলার ডবল ইঞ্জিন।"
কেটিআর টিআরএস সোশ্যাল মিডিয়া আহ্বায়ক কৃশাঙ্ক মানের একটি পোস্ট রিটুইট করেছেন। যিনি উক্ত প্রদর্শনীতে অমিত শাহর একটি ছবি পোস্ট করে লিখেছেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বা সংস্কৃতিমন্ত্রীর তেলেঙ্গানার ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞান নেই। শুধু অমিত শাহের বক্তৃতায় শ্রী আলুরির কথা উল্লেখ ছিল না, একটি ছবির প্রদর্শনীও ছিল। কেউ কি বলতে পারবেন হায়দ্রাবাদ বা তেলেঙ্গানার সাথে আল্লুরি গেরুর কী সম্পর্ক? তারা কি করেছিল? তাঁরা রাজামওলির নামও করেছেন।”
সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা রাজামৌলি সম্প্রতি একটি চলচ্চিত্র 'RRR' তৈরি করেছেন, যা বিপ্লবী আলুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমকে নিয়ে তৈরি এক কাল্পনিক গল্প।
এর আগে এক ট্যুইটে কৃষাঙ্ক জানিয়েছিলেন, "এই কারণেই শিক্ষা গুরুত্বপূর্ণ, অন্যথায় মূর্খরা ইতিহাস বিকৃত করতে দ্বিধা করবে না। আমাদের পুরো তেলেঙ্গানা সংগ্রাম ছিল আমাদের পরিচয়ের জন্য। সম্পূর্ণ সম্মানের সাথে হায়দ্রাবাদ বা তেলেঙ্গানার সাথে আল্লুরি গেরুর কী সম্পর্ক? বিজেপি এখন সিনেমাকে ইতিহাস বলে প্রতিষ্ঠিত করতে চায়।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন