Telangana: তেলেঙ্গানার বিজেপি প্রধানের হাতে অমিত শাহের জুতো, সমালোচনায় TRS- কংগ্রেস-নেট দুনিয়া

জানা যাচ্ছে, রাজ্য বিজেপি প্রধান বান্দি সঞ্জয় একজন সংসদ সদস্য। তাঁর এই আচরণকে কটাক্ষ করেছেন ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) এবং কংগ্রেসের নেতারা।
জুতো বহনের যে ভিডিও নিয়ে বিতর্ক
জুতো বহনের যে ভিডিও নিয়ে বিতর্কছবি ঘটনার ট্যুইট করা ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

তেলেঙ্গানা সফরে এসেছেন বিজেপি প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁকে ঘিরে বিজেপি নেতাদের উৎসাহ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু, তাঁর জুতো বহন করছেন তেলেঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয় (Bandi Sanjay), এই ভিডিও সামনে আসার পরেই শুরু হয়েছে জোর সমালোচনা।

রবিবার তেলেঙ্গানা সফরের মাঝে সেকেন্দ্রাবাদের উজ্জয়িনী মহাকালী মন্দিরে যান অমিত শাহ। সেখান থেকে বেরোনোর সময় অমিত শাহের জুতো বহন করেন বিজেপি নেতা বান্দি সঞ্জয়। এমনকি, জুতো জোড়া অমিত শাহের সামনে রাখেন তিনি। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

জানা যাচ্ছে, রাজ্য বিজেপি প্রধান বান্দি সঞ্জয় একজন সংসদ সদস্য। তাঁর এই আচরণকে কটাক্ষ করেছেন ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (TRS) এবং কংগ্রেসের নেতারা। তারা সঞ্জয়কে দিল্লি ও গুজরাটের নেতাদের 'দাস' বলে চিহ্নিত করেছেন। একইসঙ্গে, তেলেঙ্গানার আত্মসম্মান রক্ষা করার জন্য রাজ্যবাসীকে আহ্বান জানিয়েছেন তারা।

প্রায়শই, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তথা TRS প্রধান কে. চন্দ্রশেখর রাও (K. Chandrasekhar Rao)-এর ‘দাস’ বলে TRS নেতাদের কটাক্ষ করে থাকেন বিজেপি নেতা বান্দি সঞ্জয়। এবার সেই কটাক্ষের পাল্টা দিয়েছেন TRS নেতারা।

TRS-এর কার্যকরী সভাপতি কে টি রামা রাও (K. T. Rama Rao) টুইটারে (Twitter) লেখেন, ‘তেলেঙ্গানার লোকেরা 'দিল্লির জুতা বহনকারী গুজরাটি দাস এবং দিল্লির নেতাদের বিরুদ্ধে লড়াই করা নেতাকেও দেখছে।'

মুখ্যমন্ত্রী কেসিআর-এর ছেলে তথা রাজ্যের মন্ত্রী রামা রাও বলেন, ‘যারা তেলেঙ্গানার আত্মসম্মানকে অপমান করেছে তাদের প্রত্যাখ্যান করতে এবং তেলেঙ্গানার আত্মসম্মান রক্ষা করতে প্রস্তুত সমাজের সমস্ত অংশ।’

অন্য আরেক TRS নেতা এম কৃশাঙ্ক (M. Krishank) টুইটারে লেখেন, ‘জুতো আনার গতি ও লক্ষ্য বলে দিচ্ছে, বিজেপি আগামীতে আমাদের রাজ্যকে অমিত শাহের পায়ের কাছে রাখতে চায়। সাবধান তেলেঙ্গানা।’

'দাসত্বের' জন্য বান্দি সঞ্জয়কে কটাক্ষ করেছেন কংগ্রেসের নেতারাও। AICC-র তেলেঙ্গানার পর্যবেক্ষক মানিকম ঠাকুর (Manickam Tagore) 'তেলেগু আত্মসম্মান' শিরোনামে ভিডিওটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘বিজেপিতে অনগ্রসর শ্রেণীর নেতার অবস্থান কি - সত্য দেখুন।’

তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটি (TPCC)-এ অফিসিয়াল পেক থেকে টুইট করা হয়েছে। লেখা হয়েছে, ‘বান্দি (সঞ্জয় বান্দি) তেলুগু আত্মসম্মানকে প্রাক্তন ‘তারি পাড়’-এর পায়ে রেখেছে।’

কংগ্রেস নেতা আডাঙ্কি দয়াকর (Addanki Dayakar)-ও বান্দি সঞ্জয়ের নিন্দা করে বলেছেন, রাজ্য বিজেপি প্রধান তেলেঙ্গানা সমাজকে হেয় (অপমান) করেছেন।

রবিবার, তেলেঙ্গানা সফরে যান অমিত শাহ। সেকেন্দ্রাবাদ মন্দিরে প্রার্থনা করার পরে, তিনি উপনির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে বিজেপির প্রচার শুরু করতে মুনুগোদে বিধানসভা কেন্দ্রে একটি জনসভায় ভাষণ দেন।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in