নারকো টেস্টের ‘LIVE’ করুন, আমরাও প্রস্তুত; ব্রিজ ভূষণকে পাল্টা চ্যালেঞ্জ কুস্তিগীরদের

ভিনেশ বলেন, ‘শুধু আমি নই, যে মেয়েরা অভিযোগ করেছেন, তারা সকলেই নারকো টেস্ট করতে প্রস্তুত আছে। তবে, এটি লাইভ (Live) করতে হবে, যাতে সারা দেশ জানতে পারে, কিভাবে তাঁদের মেয়েদের অত্যাচার করা হয়েছে।’
ব্রিজ ভূষণ শরণ সিং ও বিক্ষোভরত কুস্তিগীররা
ব্রিজ ভূষণ শরণ সিং ও বিক্ষোভরত কুস্তিগীররা গ্রাফিক্স - আকাশ নেয়ে
Published on

যৌন হেনস্থায় অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং-কে ‘জনসমক্ষে’ নারকো টেস্টের ‘ওপেন’ চ্যালেঞ্জ জানিয়েছেন আন্দোলনকারী কুস্তিগীররা।

সোমবার, সাংবাদিক সম্মেলন করে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগট (Vinesh Phogat) বলেন, ‘আমি ব্রিজভূষণকে বলতে চাই - শুধু আমি নই, যে মেয়েরা অভিযোগ করেছেন, তারা সকলেই নারকো টেস্ট করতে প্রস্তুত আছে। তবে, এটি লাইভ (Live) করতে হবে, যাতে সারা দেশ জানতে পারে, কিভাবে তাঁদের মেয়েদের অত্যাচার করা হয়েছে।’

গত, ১০ মে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে অলিম্পিক্স পদক বিজয়ী কুস্তিগীর সাক্ষী মালিক (Sakshi Malik) বলেছিলেন, ‘আমি ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংকে নারকো টেস্ট করানোর জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। আমরাও এই পরীক্ষার জন্য প্রস্তুত। তারপরই সত্য সামনে আসবে। কে দোষী, কে নির্দোষ - তা প্রমাণিত হয়ে যাবে।’

সেই কথায় এদিন আবার তুলে ধরেন অলিম্পিক্স পদক জয়ী আর এক কুস্তীগির বজরং পুনিয়া (Bajrang Punia)। তিনি জানান, ‘আমরা আগেই কুস্তিগীরদের নারকো টেস্ট নেওয়ার কথা বলেছি। তবে, এটি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে করা উচিত এবং তা দেশবাসীর জন্য লাইভ সম্প্রচার করা উচিত।’

রবিবার, ফেসবুক পোস্টে কুস্তীগিরদের চ্যালঞ্জ ছোড়েন অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশনের (WFI) সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। কুস্তিগীর ভিনেশ ফোগট ও সাক্ষী মালিককে নিশানা করে তিনি বলেন, ‘উভয় কুস্তিগীর যদি টেস্টের জন্য প্রস্তুত থাকেন, তাহলে প্রেসকে ডাকুন। আমি তাঁদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমিও এর জন্য প্রস্তুত।'

রবিবার, ব্রিজ ভূষণের এই চ্যালেঞ্জের বিপরীতে, সোমবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন স্বর্ণপদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগট।

ব্রিজ ভূষণ শরণ শর্মার গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তর মন্তরে দীর্ঘদিন ধরে ধরনায় বসেছেন দেশের সেরা কুস্তিগীররা। মহিলা কুস্তিগীররা তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন। অন্যদিকে, নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন WFI সভাপতি।

প্রসঙ্গত, শীর্ষ আদালতের নির্দেশে গত ২৮ এপ্রিল, WFI সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি FIR দায়ের করেছে দিল্লি পুলিশ। কিন্তু, আর কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। তদন্তও চলছে ধীর গতিতে বলে অভিযোগ বলে এদিন অভিযোগ করেছেন কুস্তীগিররা।

ব্রিজ ভূষণ শরণ সিং ও বিক্ষোভরত কুস্তিগীররা
Madhya Pradesh: বিজেপিতে বিদ্রোহের আগুন! কংগ্রেসে যোগ দিলেন MLA প্রদীপ লারিয়ার ভাই

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in