তালিবানদের থেকে দূরত্ব বজায় রাখছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (AIMPLB)। বোর্ডের বেশ কয়েকজন সদস্য ব্যক্তিগতভাবে তালিবানের সমর্থনে মন্তব্য করলেও AIMPLB-এর তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এর সাথে বোর্ডের কোনো সম্পর্ক নেই এবং বোর্ড তালিবান নিয়ে কোনো মন্তব্য করবে না।
বিবৃতিতে বলা হয়েছে, "বোর্ডের কিছু সদস্যের মন্তব্যকে বেশ কয়েকটি মিডিয়া বোর্ডের মতামত হিসেবে তুলে ধরছে এবং এই মন্তব্যের জন্য তারা বোর্ডকেই দায়ী করছে। এইধরনের কাজ সাংবাদিকতার চেতনার পরিপন্থী। মিডিয়াগুলোর উচিত এইধরনের কাজ থেকে নিজেদের বিরত রাখা। তালিবান সংক্রান্ত কোনো খবরের জন্য AIMPLB-কে দায়ী করা উচিত নয়।"
প্রসঙ্গত, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সেক্রেটারি মৌলানা ওমরেইন মেহফুজ রহমানী এবং ন্যাশনাল স্পোকস্পার্সন মৌলানা সাজ্জাদ নোমানি তালিবানের আফগানিস্তান দখলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তাঁদের কথায়, স্বার্থ ও সম্পদের বিনিময়ে নয়, আস্থা ও বিশ্বাসের জোরে আফগানিস্তান দখল করেছে তালিবানরা।
উমরেন রহমানী নিজের সোশ্যাল মিডিয়ায় তালিবানের আফগানিস্তান দখলকে স্বর্গীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঈশ্বরের সহায়তায় এই যুদ্ধ জয় পেয়েছে তালিবানরা।
অপরদিকে সাজ্জাদ নোমানি আফগান তালিবানদের 'সাহসী' হিসেবে অভিহিত করেছে কারণ তাঁরা প্রথম বিশ্বের সেনাদের তাঁদের দেশ থেকে বের করে দিয়েছে। তাঁদের এই সাহস ও কয়েক দশকের আত্মত্যাগকে স্যালুট জানিয়েছেন তিনি।
- with inputs from IANS
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন