অবশেষে ১৪ মাস ধরে চলা কৃষক আন্দোলনের সমাপ্তি ঘটতে চলেছে। কেন্দ্রীয় সরকার কৃষকদের প্রায় সব দাবি লিখিতভাবে মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ‘সংযুক্ত কৃষক মোর্চা’-র নেতৃত্ব কৃষক আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন। ১১ ডিসেম্বর থেকেই কৃষকরা আন্দোলনস্থল ছেড়ে বাড়ির দিকে রওনা দেবেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় কৃষি সচিবের স্বাক্ষর সম্বলিত চিঠি পাঠানো হয়েছে কৃষক নেতৃত্বের কাছে। সরকারের পাঠানো লিখিত প্রস্তাবে বলা হয়েছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কেন্দ্রের ঘোষিত কমিটিতে কেন্দ্র ও রাজ্যগুলির আধিকারিকদের পাশাপাশি কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরাও থাকবেন। এছাড়াও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আন্দোলন চলাকালে নিহত কৃষকদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতেও সম্মত হয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, গত ১৯ শে নভেম্বর কৃষি আইন প্রত্যাহার করেছিলেন প্রধানমন্ত্রী। তবে কৃষকদের বক্তব্য ছিল – শুধুমাত্র কৃষি আইন প্রত্যাহার কৃষকদের দাবি ছিল না। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি, আন্দোলনে শহীদ কৃষক পরিবারের ক্ষতিপূরণ, কৃষকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, নতুন বিদ্যুৎ সংশোধনী বিল প্রত্যাহার সহ একাধিক দাবি আছে তাঁদের। এগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন না।
প্রথমে সরকার রাজি না থাকলেও কৃষকদের অনড় মনোভাব দেখে পিছু হটতে বাধ্য হয়। কারণ সামনেই উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন। কোনওরকম ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রের শাসক দল।
আগেই আভাস মিলেছিল আজই কৃষক আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হতে পারে। কেন্দ্রের দ্বিতীয় খসড়া প্রস্তাবের মধ্যে ছিল ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) সংক্রান্ত আশ্বাস এবং আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে দায়ের মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি। যা কৃষকরা প্রথম থেকেই দাবি করছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন