সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ঝুঁকি নিয়ে এখনই ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চাইছে না কেন্দ্র

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে, বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বেসরকারিকরণের সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছে?
সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ঝুঁকি নিয়ে এখনই ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চাইছে না কেন্দ্র
গ্রাফিক্স - নিজস্ব
Published on

চলতি অর্থবর্ষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হচ্ছে না এমনটাই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বিষয়ে মন্ত্রিসভায় চূড়ান্ত হয়নি। মন্ত্রিসভার কমিটি সিদ্ধান্ত নেয়নি। তাই এই বছরে ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে বলে যা শোনা যাচ্ছিল, তা হচ্ছে না। প্রসঙ্গত, গত বাজেটে কেন্দ্র জানিয়েছিল চলতি অর্থবর্ষে দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ হবে।

কয়েকদিন আগেই বছরখানেক ধরে লাগাতার আন্দোলনের জেরে তিন কৃষক বিরোধী আইন প্রত্যাহার করেছে কেন্দ্র। যদিও কৃষকদের দাবি তাদের সব দাবি কেন্দ্র পূরণ করেনি। তাই তাদের আন্দোলন চলবে। কেন্দ্রের বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে গত সপ্তাহে দুদিন ধর্মঘট পালন করেছে কর্মী-অফিসারদের সংগঠনগুলি।

ফলে বিরোধী শিবির প্রশ্ন তুলেছে, বিরোধিতার মুখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার বেসরকারিকরণের সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছে? উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের ভোটের আগে কি মোদি সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না?

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের জন্য সংসদে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল আনতে হয়। কিন্তু তা এখনও মন্ত্রিসভার ছাড়পত্র পায়নি। দুদিন পরই শীতকালীন অধিবেশন। এর মধ্যে ওই বিল আসার সম্ভাবনা নেই। আজ মন্ত্রিসভার বৈঠক থাকলেও বিলের অনুমোদন নিয়ে আগামীকালের মধ্যে লোকসভা ও রাজ্যসভার পাশ করানো কঠিন।

রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বাজেটে কেন্দ্র দু’টি ব্যাঙ্কের বেসরকারিকরণের কথা ঘোষণা করলেও বিলগ্নিকরণের বিভিন্ন বিষয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল মন্ত্রিসভার কমিটিকে। এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে মূল প্রশ্ন ছিল, ব্যাঙ্কের মূল্য কীভাবে নির্ধারিত হচ্ছে? অর্থ মন্ত্রক উত্তর দেয়নি।

সরকারি সূত্রের বক্তব্য, প্রক্রিয়াটাই ফেব্রুয়ারির বাজেট অধিবেশন পর্যন্ত পিছিয়ে যাচ্ছে। অর্থ মন্ত্রকের কর্তাদের বক্তব্য, বিল এনে মার্চের মধ্যে গোটা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।

সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ঝুঁকি নিয়ে এখনই ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চাইছে না কেন্দ্র
Bank Privatization: এনপিএ মুছতে কত টাকা লোকসান হয়েছে খতিয়ে দেখুক CAG, দাবি ব্যাঙ্ক কর্মী সংগঠনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in