অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ডের অবলুপ্তি ঘটিয়ে ৭টি সরকার অধিগৃহীত কর্পোরেট সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কয়েক সপ্তাহ আগেই নিয়েছে কেন্দ্র। আর এতেই বেজায় চটেছেন দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীরা। কেন্দ্রের এমন সিদ্ধান্তের বিরোধিতায় আগামী ২৬ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসতে চলেছেন প্রতিরক্ষা ক্ষেত্রের কর্মীরা। গত বছরও কেন্দ্র এমন সিদ্ধান্ত নেওয়ার কথা বললে তার বিরোধিতায় সরব হয়েছিলেন প্রতিরক্ষাকর্মীরা।
সারা দেশের মোট ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরির কর্মীরা এই অনির্দিষ্টকালের ধর্মঘটে সামিল হতে চলেছেন। গত রবিবার এই বিষয়টি নিয়ে ডিফেন্স ফেডারেশনের মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসার পরই এই অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। আইন অনুসারেই ধর্মঘটের নোটিসও আগামী ৮ জুলাই সংশ্লিষ্ট কতৃ্র্পক্ষের কাছে জমা করা হবে। অর্ডন্যান্স ফ্যাক্টরিগুলোতে ৮০ হাজার কর্মী রয়েছেন। মোট ৪ লক্ষ প্রতিরক্ষা সংস্থার কর্মী কেন্দ্রের এই সিদ্ধান্তকে বরখাস্ত করেছেন।
অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়ীস ফেডারেশন (এআইডিইএফ), ইন্ডিয়ান ন্যাশনাল ডিফেন্স ওয়ার্কার্স ফেডারেশন (আইএনডিডব্লুউএফ), এবং আরএসএস-র ভারতীয় প্রতিরক্ষা মজদুর সঙ্ঘ (বিপিএমএস)-এর তরফে এক যৌথ বিবৃতি প্রকাশ করে কেন্দ্রের এই সিদ্ধান্তে বিরোধিতা করা হয়েছে। এআইডিইএফ-এর সাধারণ সম্পাদক সি শ্রীকুমার বলেন, সোমবার বৈঠকেই এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসেই কেন্দ্রীয় মন্ত্রিসভা ২৪৬ বছরের পুরনো অর্ডন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেট ধাঁচে গড়ে তোলার পরিকল্পনায় অনুমোদন দেয়। এই বোর্ডের অধীনে দেশের ৪১টি অর্ডন্যান্স ফ্যাক্টরি রয়েছে। কেন্দ্রের এমন সিদ্ধান্তে বোর্ডটি ভেঙে ৭টি নতুন ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংসে পরিণত হবে। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধেই অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন