শীর্ষ আদালতে খারিজ BBC-কে নিষিদ্ধের আবেদন

পিটিশনে, BBC-কে নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশের পাশাপাশি BBC-র বিরুদ্ধে NIA- তদন্তের দাবি জানিয়েছিল হিন্দু সেনা। কিন্তু, আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।
ফাইল ছবি
ফাইল ছবি
Published on

২০০২ সালের গুজরাট হিংসা নিয়ে তৈরি বিবিসি (BBC)-র তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্যা মোদী কোয়েশ্চেন'-কে আগেই নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার। আর, এই তথ্যচিত্র প্রকাশের দায়ে ভারতে BBC-কে নিষিদ্ধ ঘোষণার জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন হিন্দু সেনা প্রধান বিষ্ণু গুপ্ত (Hindu Sena chief Vishnu Gupta)। শুক্রবার, সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে, 'আবেদনটি সম্পূর্ণ ভুল ধারনার ভিত্তিতে করা এবং আদালত সেন্সরশিপ জারি করতে পারে না।'

হিন্দু সেনার আইনজীবী পিঙ্কি আনন্দকে বিচারপতি সঞ্জীব খান্না বলেন, "সম্পূর্ণ ভুল ধারণা। এটা নিয়ে কীভাবে কোনও তর্ক হতে পারে? আপনি চান আমরা আমাদের সম্পূর্ণ সেন্সরশিপ জারি করি..এর মানে কী?"

এরপরও, আবেদন শোনার জন্য আদালতকে অনুরোধ করেন হিন্দু সেনার আইনজীবী। কিন্তু, শীর্ষ আদালত তা শুনতে চায়নি। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, 'এই নিয়ে সময় নষ্ট করার মানে হয় না। রিট পিটিশনটি পুরোপুরি ভুল ধারণার ভিত্তিতে করা। মামলাটি শুনানির যোগ্যই নয়। তাই এটি খারিজ করে দেওয়া হল।'

রিট পিটিশন হিন্দু সেনার আইনজীবী পিঙ্কি আনন্দ লিখেছিলেন, 'ইচ্ছাকৃতভাবে ভারতের ভাবমূর্তি নষ্ট করছে বিবিসি (BBC)।' তথ্যচিত্রটি 'ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীর বৈশ্বিক উত্থানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের ফল।'

'এই তথ্যচিত্রটি শুধুমাত্র নরেন্দ্র মোদী বিরোধী প্রোপাগান্ডার অংশই নয়, এটি হিন্দুত্ব বিরোধী প্রোপাগান্ডাও বটে। ভারতের সামাজিক সম্প্রীতি নষ্ট করতেই বিবিসি এই তথ্যচিত্র তৈরি করেছে।'

পিটিশনে, BBC-কে নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশের পাশাপাশি BBC-র বিরুদ্ধে NIA- তদন্তের দাবি জানিয়েছিল হিন্দু সেনা। কিন্তু, আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।

প্রসঙ্গত, ভারতে বিবিসি (BBC)-র তথ্যচিত্র কেন নিষিদ্ধ? তা জানতে চেয়ে এক সপ্তাহ আগেই (৩০ জানুয়ারি) কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের আসল রেকর্ড আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এমএম সুন্দ্রেশের বেঞ্চ। আদালত স্পষ্ট করে জানিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে এই নথি জমা দিতে হবে।

গত ২১ জানুয়ারি, বিবিসি (BBC)-র তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্যা মোদী কোয়েশ্চেন'-কে নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার। সেই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে, ৩০ জানুয়ারি, সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী এম এল শর্মা (Advocate M.L. Sharma)। পৃথক মামলা করেন প্রবীণ সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ ও তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রও। তাঁদের সেই মামলা গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের কাছে শর্মা জানান, '২১ জানুয়ারি, মোদী সরকারের দেওয়া এই নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশটি বেআইনি, বিকৃত, স্বেচ্ছাচারী এবং অসাংবিধানিক। তাই এই আদেশটি বাতিলের নির্দেশিকা জারি করা উচিত।'

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in