২০২২-২৩ আর্থিক বর্ষে ‘খেলো ইন্ডিয়া’ (Khelo India) প্রকল্পে ৯৭৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। অথচ, বিজেপি শাসিত দুই রাজ্য গুজরাট এবং উত্তরপ্রদেশকে যথাক্রমে ৬০৮ কোটি এবং ৫০৩ কোটি (মোট - ১১১১ কোটি) টাকা অনুদান দিয়েছে মোদী সরকার। অন্যদিকে, এই প্রকল্পে পশ্চিমবঙ্গকে দেওয়া হয়েছে মাত্র ২৬ কোটি ৭৭ লক্ষ টাকা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
কিসের ভিত্তিতে এই অর্থ অনুদান করা হয়েছে সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেয়নি কেন্দ্র। এমনকি, বিশেষজ্ঞ কমিটির সুপারিশও প্রকাশ করা হয়নি মোদী সরকারের তরফে।
দেশে ক্রীড়া সংস্কৃতিকে 'পুনরুজ্জীবিত' করার লক্ষ্যে ২০১৭ সালে ‘খেলো ইন্ডিয়া’ (Khelo India) প্রকল্প চালু করে মোদী সরকার। দেশের প্রতিটি অংশ থেকে যাতে নতুন প্রতিভা তুলে আনা যায়, সে জন্য রাজ্যগুলিকে অর্থ সাহায্য করে থাকে কেন্দ্র। এবার সেই প্রকল্প নিয়ে খেলাধুলার পরিবর্তে, রাজনীতি করার অভিযোগ উঠতে শুরু করেছে।
আগামী বছর বিজেপি শাসিত গুজরাট এবং উত্তরপ্রদেশ দুই রাজ্যেই বিধানসভা নির্বাচন। যাকে ‘পাখির চোখ’ করে এগোচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।
‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের মাধ্যমে পাওয়া অনুদান থেকে যুবকদের অনুদান দিয়ে থাকে রাজ্য। এছাড়া, গ্রামাঞ্চলে যুবকদের জন্য ক্রীড়াবিদ ও কোচ নিয়োগ একটা প্রভাব বিস্তার করে সমাজের মধ্যে। আর তা থেকে সুবিধা পেতে আগ্রহী হয়েছে বিজেপি। এই অভিযোগ উঠছে। কারণ, কর্ণাটক এবং রাজস্থানকেও বড় পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে, যে রাজ্যগুলিতেও আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যাচ্ছে, গুজরাটকে এই প্রকল্পের অধীনে যে ৬০৮ কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, তা অন্যান্য ১০ রাজ্যের জন্য বরাদ্দ করা মোট বরাদ্দের দ্বিগুণ। ‘খেলো ইন্ডিয়া’ (Khelo India) প্রকল্পে কেন্দ্রের কাছ থেকে ঝাড়খণ্ড পেয়েছে ১০ কোটি ৩৮ লক্ষ টাকা, গোয়া ১৯ কোটি ১০ লক্ষ টাকা, ওডিশা ২৮ কোটি টাকা, উত্তরাখণ্ড ২৩ কোটি ৭৮ লক্ষ টাকা, কেরালা ৬২ কোটি ৭৪ লক্ষ টাকা, তামিলনাড়ু ৩৩ কোটি টাকা, জম্মু কাশ্মীর ২৭ কোটি ৮৯ লক্ষ টাকা এবং পশ্চিমবঙ্গ ২৬ কোটি ৭৭ লক্ষ টাকা।
২০২২ সালে, বার্মিংহাম কমনওয়েলথ গেমস (CWG)-এ সর্বাধিক ৩৯ জন প্রতিযোগী পাঠিয়েছে হরিয়ানা। এরপর পাঞ্জাব ২৬ জন, তামিলনাড়ু ১৭ জন, দিল্লি এবং মহারাষ্ট্র ১৪ জন করে ক্রীড়াবিদ পাঠিয়েছে। কিন্তু হরিয়ানাকে ৮৮ কোটি ৮৯ লক্ষ টাকা, পাঞ্জাবকে ৯৩ কোটি ৭১ লক্ষ টাকা এবং দিল্লিকে ৮৯ কোটি ৩৬ লক্ষ বরাদ্দ করা হয়েছে। যেখানে গুজরাট CWG-এ পাঁচজন ক্রীড়াবিদ পাঠিয়েছে। আর উত্তরপ্রদেশ থেকে ১২ জন প্রতিযোগী CWG অংশ নিয়েছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন