আবগারি দুর্নীতিতে সুপ্রিম কোর্টে কিছুটা হলেও স্বস্তি পেল আপ। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং-র জামিন মঞ্জুর করেছে দেশের শীর্ষ আদালত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো আপ সাংসদের জামিনের বিরোধিতা করেনি ইডি।
গত ছ'মাস দিল্লির তিহার জেলে ছিলেন সঞ্জয় সিং। সুপ্রিম কোর্টে আজ এই মামলার শুনানি ছিল। আদালতে সঞ্জয় সিং-র আইনজীবী জানান, তাঁর ইডি হেফাজত শেষ। সমস্ত জিজ্ঞাসাবাদও করেছে ইডি। তাই অকারণে জেলে থাকার কোনো যুক্তিই নেই।
আদালতে সঞ্জয় সিং-র জামিনের বিরোধিতা করেনি ইডি। বরং কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আবগারি দুর্নীতিতে এই মুহূর্তে সঞ্জয় সিং-কে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। তারপরই সঞ্জয় সিং-র জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
আদালতের নির্দেশের পরই এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন আপ নেত্রী অতীশি। তিনি লেখেন, 'সত্যমেব জয়তে'।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে গ্রেফতার করা হয়েছিল আপ নেতা সঞ্জয় সিংকে। এই মামলার আর এক অভিযুক্ত ব্যবসায়ী দীনেশ অরোরাকে জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় সিংয়ের নাম জানতে পারেন তদন্তকারী অফিসাররা। ওই ব্যবসায়ী দাবি করেছিলেন, মণীশ সিসোদিয়ার সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন সঞ্জয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন