Bihar: গোটা মোবাইল টাওয়ার চুরি করে পালালো চোর! অবাক কোম্পানির আধিকারিকরা

কোম্পানির আধিকারিকরা যখন টাওয়ারটি পরিদর্শনে আসেন তখন সকলেই অবাক হয়ে যান। তাঁরা দেখেন ওই স্থানে টাওয়ারটাই নেই।
Bihar: গোটা মোবাইল টাওয়ার চুরি করে পালালো চোর! অবাক কোম্পানির আধিকারিকরা
ছবি - প্রতীকী
Published on

গোটা মোবাইল টাওয়ার চুরি করে নিল চোর। এমনই অবাক করার মতো ঘটনা ঘটেছে বিহারের মুজফফরপুর জেলায়। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

মোবাইল টাওয়ারটি ছিল GTAL কোম্পানির। শ্রমজীবী নগরের মণীষা কুমারি নামে একজনের বাড়িতে টাওয়ারটি বসানো ছিল। কোম্পানির আধিকারিকরা যখন টাওয়ারটি পরিদর্শনে আসেন তখন সকলেই অবাক হয়ে যান। তাঁরা দেখেন ওই স্থানে টাওয়ারটাই নেই। পাশাপাশি জেনারেটর সেট, শেলটার এবং স্টেবিলাইজারটাও উধাও। কোম্পানির আধিকারিক শাহনাওয়াজ আনোয়ার অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নামে জেলার সদর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন।

তদন্ত চলাকালীন মণীষা কুমারি পুলিশকে বলেন, কয়েক মাস আগে কয়েকজন এসেছিলেন। তাঁরা নিজেদের GTAL কোম্পানির কর্মচারী বলে দাবি করেছিলেন। তাঁরা বলেন মোবাইল টাওয়ারটি ঠিক মতো কাজ করছে না। তাই সরিয়ে ফেলেছেন।

তাঁরা একটার পর একটা অংশ খুলে ফেলে টাওয়ারটির। পরে একটি পিক ভ্যানে করে যন্ত্রাংশগুলি নিয়ে চলে যান। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা। এই নিয়ে দু'বার এমন টাওয়ার চুরির ঘটনা ঘটলো বিহারে। এর আগে পাটনার সবজি বাগ এলাকায় একই পদ্ধতিতে মোবাইল টাওয়ার চুরি হয়েছিল।

Bihar: গোটা মোবাইল টাওয়ার চুরি করে পালালো চোর! অবাক কোম্পানির আধিকারিকরা
Chhattisgarh: মুসলিম-খ্রিস্টানদের ‘আর্থিক বয়কট’-র ডাক বিশ্ব হিন্দু পরিষদের - উত্তেজনা তুঙ্গে
Bihar: গোটা মোবাইল টাওয়ার চুরি করে পালালো চোর! অবাক কোম্পানির আধিকারিকরা
Japan: সভাস্থলে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in