যারা 'গডসে জিন্দাবাদ' লিখে পোষ্ট করছেন তাঁরা দেশকে লজ্জিত করছেন: BJP সাংসদ বরুণ গান্ধী

এই মন্তব্যের কারণে বরুণ গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন গুজরাটের তরুণ কংগ্রেস নেতা হার্দিক প‍্যাটেল। "নীতিগতভাবে সঠিক ও জাতীয়তাবাদী অবস্থান" নেওয়ার কারণে বরুণ গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
বরুণ গান্ধী
বরুণ গান্ধীফাইল ছবি ডেকান হেরাল্ডের সৌজন্যে
Published on

নাথুরাম গডসের প্রশংসাকারীদের তীব্র সমালোচনা করলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। তাঁর কথায়, যারা মহাত্মা গান্ধীর হত‍্যাকারী নাথুরাম গডসকে গৌরবান্বিত করছেন তাঁরা দায়িত্বজ্ঞানহীনভাবে দেশকে লজ্জিত করছেন।

শনিবার মহাত্মা গান্ধীর জন্মদিবসে ভারতের ট‍্যুইটারে ট্রেন্ডিংয়ে ছিল নাথুরাম গডসে জিন্দাবাদ। মূলত দক্ষিণপন্থী ভাবধারার নাগরিকরা আজ নাথুরাম গডসের প্রশংসা করে ট‍্যুইট করেছিলেন। তাঁদের কড়া নিন্দা করে পিলভিটের সাংসদ ট‍্যুইটারে লেখেন, "ভারতের বরাবরই আধ‍্যাত্মিক সুপারপাওয়ার ছিল, কিন্তু মহাত্মা গান্ধী তাঁর সত্তার মাধ্যমে আমাদের জাতির আধ‍্যাত্মিক ভিত্তি তুলে ধরেছেন এবং আমাদের একটি নৈতিক ক্ষমতা দিয়েছেন যা আজও আমাদের সবচেয়ে বড় শক্তি। যারা 'গডসে জিন্দাবাদ' লিখে ট‍্যুইট করছেন তাঁরা দায়িত্বজ্ঞানহীনভাবে দেশকে লজ্জিত করছেন।"

তিনি আরো বলেন, "মহাত্মা গান্ধী এবং তাঁর আদর্শের কারণে আন্তর্জাতিক স্তরে ভারতের যে সম্মান পেয়েছে তা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। গডসে জিন্দাবাদ ট‍্যুইট যারা করছেন তাঁদের নাম প্রকাশ করা উচিত এবং তাঁদের জনসমক্ষে লজ্জিত করা উচিত।"

এই মন্তব্যের কারণে বরুণ গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন গুজরাটের তরুণ কংগ্রেস নেতা হার্দিক প‍্যাটেল। "নীতিগতভাবে সঠিক ও জাতীয়তাবাদী অবস্থান" নেওয়ার কারণে বরুণ গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীকে গুলি করে হত‍্যা করেছিলেন নাথুরাম গডসে।

বরুণ গান্ধী
Farmers Protest: 'ওঁরা আমাদের নিজেদের রক্ত-মাংস', মহাপঞ্চায়েতের ভিডিও পোস্ট BJP সাংসদ বরুণ গান্ধীর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in