Haryana: ঝাড়ুদার পদে আবেদন কয়েক হাজার স্নাতকোত্তর পড়ুয়ার! বেকারত্ব দূর করতে গিয়ে বিপাকে বিজেপি সরকার

People's Reporter: বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি ঘোষণা করেন রাজ্যের ৫০ হাজার শূন্যপদে নিয়োগ শুরু হবে।
ছবি প্রতীকী
ছবি প্রতীকীফাইল ছবি সংগৃহীত
Published on

প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে নির্বাচনের আগে বেকায়দায় হরিয়ানা বিজেপি। ভোটব্যাঙ্ক হাতে রাখতে তড়িঘড়ি সরকারি শূন্যপদে নিয়োগ শুরু করে বিজেপি সরকার। তাতে দেখা যায় শুধুমাত্র ঝাড়ুদারের চাকরির জন্য আবেদন করেছেন হাজার হাজার স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রাপ্ত পড়ুয়ারা। যা নির্বাচনী প্রচারে হাতিয়ার করেছে কংগ্রেস।

দেশের প্রায় সব রাজ্যেই কম বেশি বেকারত্বের সমস্যা রয়েছে। সমস্ত সরকারই চায় নির্বাচনের আগে বেকারত্ব সংক্রান্ত সমস্যার সমাধান করতে। যাতে বিরোধী শিবির বেকারত্বের ইস্যুকে নিয়ে নির্বাচনী প্রচার কর নাতে পারে। লোকসভা নির্বাচনে হরিয়ানায় ভাল ফল করেছে কংগ্রেস। ১০টা আসনের মধ্যে ৫টি আসনে জয় লাভ করেছে। সেই সময়ও কংগ্রেসের হাতিয়ার ছিল রাজ্যের ক্রমবর্ধমান বেকারত্ব।

তাই বিধানসভা নির্বাচনের আগে সেই কথা মাথায় রেখে হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি সম্প্রতি ঘোষণা করেন রাজ্যে ৫০ হাজার শূন্যপদে নিয়োগ শুরু হবে। তাতে দেখা যায় ঝাড়ুদার পদে প্রায় ৪০ হাজার স্নাতক এবং প্রায় ৬ হাজার স্নাতকোত্তর পড়ুয়া আবেদন জানিয়েছেন। যে কাজে মাসিক বেতন ১৫ হাজার টাকা। যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে।

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে আমি হরিয়ানার যুবকদের সাথে দেখা করেছিলাম। তাঁরা চোরাপথে আমেরিকায় গিয়ে ট্রাক চালাচ্ছেন। চোরাপথে গিয়েছেন বলে দুর্ঘটনায় আহত হলেও বাড়ি ফিরতে পারছেন না। তাঁরা নিজেদের কষ্ট আমাকে জানিয়েছেন। বিজেপির ভুল নীতির কারণে আজ তাঁরা পরিবারের থেকে অনেক দূরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। এখানে তাঁদের বয়স্ক মা-বাবাকে দেখার মতো কেউ নেই।

রাহুলের দাবি, হরিয়ানার ১৫ থেকে ২৯ বছর বয়সিদের প্রতি তিন জনের মধ্যে এক জন বেকার।

আবার রাজ্যের বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিং হুডা বলেন, ''হরিয়ানায় বেকারত্বের হার ৩৪ শতাংশ। রাজ্য সরকারে ২ লক্ষের বেশি শূন্যপদ পড়ে রয়েছে। সরকার স্থায়ী পদে নিয়োগ করছে না। সব জায়গাতে দেখা যাচ্ছে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে। যাঁরা সময়মতো বেতন পাচ্ছেন না। এইভাবে সরকার চালাতে চাইছে বিজেপি।''

যদিও বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্য সরকার ১ লক্ষ ২০ হাজার ঠিকা কর্মী নিয়োগ করেছে ঠিকই। তার সঙ্গে ১ লক্ষ ৪৫ হাজার পাকা চাকরিও দিয়েছে। রাজ্যে বেকারত্বের হার আগের থেকে কমেছে।

ছবি প্রতীকী
Saif Ali Khan: ‘সাহসী এবং সৎ রাজনীতিবিদ’ – রাহুল গান্ধীর প্রশংসায় পঞ্চমুখ বলিউড নবাব সইফ আলি খান

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in