তিরুপতি মন্দিরের লাড্ডুতে পশুর চর্বি মেশানো হচ্ছে! সম্প্রতি চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবার তাঁর অভিযোগকে সমর্থন করলেন রাজ্যের উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণও। এমনকি ল্যাব রিপোর্ট তুলে ধরে পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে টিডিপি।
এনডিএ-র বৈঠকে চন্দ্রবাবু নাইডু বলেন, তিরুমালা তিরুপতি মন্দির ট্রাস্ট লাড্ডু তৈরি করে ভক্তদের বিলি করত। সেই লাড্ডুতে গোরু, শূকরের চর্বি, মাছের তেল মেশানো হত। যা মানুষ অজান্তেই খেয়েছেন। এই কাজ হত ওয়াইএসআরসিপির আমলে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। মানুষকে শুদ্ধ ঘি দিয়ে তৈরি লাড্ডু বিতরণ করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জগনমোহন রেড্ডির আমলে তিরুপতি মন্দিরের প্রসাদে দেওয়া লাড্ডুর গুণমান নিয়ে অভিযোগ করে এসেছে টিডিপি। যার জেরে গত ৯ জুলাই নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট আসে ১৬ জুলাই। সেই রিপোর্ট তুলে ধরেই ওয়াইএসআরসিপিকে আক্রমণ করেন চন্দ্রবাবু নাইডু।
টিডিপি মুখপাত্র আনাম ভেঙ্কত রমনা রেড্ডি জানান, গুজরাট ভিত্তিক একটি পশুসম্পদ পরীক্ষাগার দ্বারা উপাদানগুলি নিশ্চিত করা হয়েছে। লাড্ডুতে দেওয়া ঘি পরীক্ষা করে নমুনাগুলি পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে অন্ধ্রপ্রদেশে সরকারের পক্ষ থেকে বা মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।
বিজেপি ওবিসি মোর্চার সভাপতি কে লক্ষ্মণ এই প্রসঙ্গে বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। এর জন্য আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
যদিও চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে ওয়াইএসআরসিপি। তাদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক লাভের কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন নাইডু। ওয়াইএসআরসিপি নেতা ওয়াই ভি সুব্বা রেড্ডি দাবি করেন, ভগবানকে নিবেদিত পবিত্র খাবার এবং ভক্তদেরকে দেওয়া লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হয়, তা ভাবা যায় না। পশুর চর্বি ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগ জঘন্য প্রয়াস ছাড়া আর কিছুই নয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন