শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন। অধিবেশন চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুল বুক ছুড়ে মারার অভিযোগে চলতি অধিবেশনের বাকি দিনগুলি সাসপেন্ড করা হয়েছে তাঁকে।
মঙ্গলবার রাজ্যসভায় নির্বাচনী সংশোধনী বিল (Election Reforms Bill) নিয়ে আলোচনা চলছিল। তখন রাজ্যসভার ১২ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করার প্রসঙ্গ তোলেন ডেরেক ও'ব্রায়েন। অভিযোগ, আলোচনা চলাকালীন রাজ্যসভার চেয়ারপার্সনের দিকে রুল বুক ছোড়েন তৃণমূল সাংসদ এবং কক্ষ থেকে ওয়াক আউট করেন। এর জেরেই সাসপেন্ড করা হয় তাঁকে।
যদিও সাসপেন্ড করার পরও দমেননি তৃণমূল নেতা। একাধিক ট্যুইটে কেন্দ্র সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছেন তিনি। রুলবুক ছোড়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি। একটি সংবাদমাধ্যমে তিনি বলেন, "ওহ! সত্যি? কে বলেছেন আমি রুলবুক ছুড়েছি? আমাকে ফুটেজ দেখানো হোক। সংসদ জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গণতন্ত্রকে হত্যার ছুরি নিয়ে সংসদের চারপাশে ঘোরাফেরা করছেন মোদী এবং শাহ। ১২ জন সাংসদ বাইরে বসে রয়েছেন। ৭০০ জন কৃষককে হত্যা করা হয়েছে। এগুলো কে করেছেন?"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন