গোয়াতে বিধানসভা নির্বাচনের তৃণমূলের খরচ হয়েছে ৪৭ কোটি টাকারও বেশি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে উঠে এল এমনই চাঞ্চল্যকর তথ্য। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে।
যেকোনো নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলেরই কমবেশি অর্থ ব্যয় হয়। গোয়াতেও বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পরিমাণ অর্থ খরচ হয়েছে। তারই তথ্য দিয়েছে নির্বাচন কমিশন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলির মধ্যে সব থেকে বেশি খরচ করেছে তৃণমূলই। নির্বাচন কমিশনে পেশ করা তথ্য অনুসারে গোয়া বিধানসভা তৃণমূলের খরচ ৪৭ কোটি টাকারও বেশি।
বিজেপির খরচ হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। এনসিপি প্রার্থী সংখ্যা ছিল ১১। সকলকে ২৫ লাখ টাকা করে দেওয়া হয়। সব মিলিয়ে খরচ হয় প্রায় ৩ কোটি টাকা। শিবসেনার হয়ে লড়েছিল ১০ জন। তাতে শিবসেনা খরচ করেছিল ৯২ লাখ টাকার বেশি। আর তৃণমূলের ২৩ প্রার্থীর জন্য খরচ ৪৭ কোটি টাকা। যদিও এত খরচ করেও একটি আসনেও তারা জিততে পারেনি।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন হয়। ফলাফল প্রকাশিত হয় মার্চ মাসে। ৪০ আসনের মধ্যে বিজেপি পায় ২০ আসন। কংগ্রেস জোট পায় ১২ টি আসন। আম আদমি পার্টি জয় লাভ করে ২ টি আসনে। অন্যান্যরা পায় ৬টি আসন। তৃণমূল খাতা খুলতেই পারেনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন