বিরোধী সিপিআই-এম নেতৃত্বাধীন বাম দলগুলি এবং কংগ্রেস বুধবার ত্রিপুরার দ্বিতীয় বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করবে। রাজ্যে নির্বাচন ফলাফল প্রকাশের পর “বিজেপি সমর্থক এবং গুন্ডাবাহিনীর অভূতপূর্ব সন্ত্রাসের কারণে” প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানের এই শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন।
বামফ্রন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআই-এম পলিটব্যুরো সদস্য মানিক সরকার এবং সিপিআই-এম, সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লকের সম্পাদকদের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকার আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বামফ্রন্ট ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্য জুড়ে "বিজেপি সমর্থক ও গুন্ডাদের দ্বারা" অভূতপূর্ব সন্ত্রাসের কারণে এই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে৷ একই কারণে, কংগ্রেসও বুধবারের শপথ অনুষ্ঠান বয়কট করবে৷
ত্রিপুরা কংগ্রেসের সভাপতি এবং প্রাক্তন মন্ত্রী বীরজিত সিনহা দাবি করেছেন যে ২ মার্চ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে ত্রিপুরায় হাজারের বেশি হিংসার ঘটনা ঘটেছে।
ভোট-পরবর্তী হিংসার জন্য বিজেপিকে দোষারোপ করে কংগ্রেস নেতা জানিয়েছেন, হিংসার ধারাবাহিক ঘটনায় কমপক্ষে ৩ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
হিংসার সময় রাবার বাগান, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন এবং বাড়িঘর সহ বহু সম্পত্তি ধ্বংস এবং পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই ঘটনা এখনও অব্যাহত আছে বলেও অভিযোগ জানিয়েছেন ত্রিপুরা কংগ্রেস সভাপতি বীরজিত সিনহা। হিংসা অবিলম্বে বন্ধ না হলে রাজ্যব্যাপী আন্দোলন শুরু করার হুমকিও দিয়েছেন ত্রিপুরা কংগ্রেস প্রধান।
সিপিআই-এম ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন: "২ মার্চ থেকে ধারাবাহিক আক্রমণের পরিপ্রেক্ষিতে, মহিলা ও শিশু সহ হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে পালিয়ে জঙ্গলে এবং রাজ্যের বাইরে আশ্রয় নিয়েছে।"
চৌধুরী সংবাদমাধ্যমে জানিয়েছেন, "এই সমস্ত ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং এফআইআর নথিভুক্ত করতে অস্বীকার করেছে। কিছু মানুষকে কিছুক্ষণের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন