‘আদালত শুধু আদেশ দেয়। পুলিশ সেই আদেশ পালন করে। পুলিশ আমার নিয়ন্ত্রণে। আমি আছি তো। আমি আগে যাব।’ আইন ব্যবস্থা সম্পর্কে বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই মন্তব্যে ফের বিতর্ক তৈরি হল। ত্রিপুরা সিভিল সার্ভিস (টিসিএস) অফিসারস এক সভায় তিনি আরও বলেন – ‘আমি বাঘ, আদালত নয়’।
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আরও বলেন – কিছু অফিসার আদালতকে বাঘের মত ভয় পায়। কিন্তু এখানে আমিই বাঘ। আমি জনগণের দ্বারা নির্বাচিত সরকারের প্রধান। সরকার মানুষের দ্বারা নির্বাচিত হয়, আদালত সরকার নির্বাচিত করেনা। মানুষের জন্য আদালত। আদালতের জন্য মানুষ নয়।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিপ্লব দেবের এই বক্তব্য প্রচারিত হবার পরেই বিতর্ক শুরু হয়ে যায়। যদিও এর আগেও একাধিকবার বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বিপ্লব দেব।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন