Twitter: রানা আইয়ুবের পর কৃষক আন্দোলনের একাধিক Twitter অ্যাকাউন্ট ‘Withhold’

অভিযোগ করা হয়েছে, ‘সরকারের কাজ নিয়ে যারা প্রশ্ন তোলেন, বিজেপি তাঁদের কন্ঠরোধের জন্য টুইটার-কে চাপ দিয়ে অ্যাকাউন্টগুলি ‘উইথহোল্ডস’ করতে বাধ্য করছে।’
ছবি ট্যুইটার থেকে সংগৃহীত
ছবি ট্যুইটার থেকে সংগৃহীতগ্রাফিক্স সুমিত্রা নন্দন
Published on

সাংবাদিক রানা আইয়ুবের পর এবার কৃষক আন্দোলনে ব্যবহৃত একাধিক অ্যাকাউন্ট ‘উইথহোল্ডস’ (Withholds) করেছে ট্যুইটার কর্তৃপক্ষ। সোমবার, সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) দাবি করেছে, কেন্দ্রীয় সরকারের ‘নির্দেশে’ কৃষক আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় এক ডজন অ্যাকাউন্ট টুইটার ‘উইথহোল্ডস’ বা আটক করা হয়েছে।

মানবাধিকার কর্মী তিস্তা শীতলাবাদ এবং প্রাক্তন আইপিএস অফিসার আর বি শ্রীকুমারকে গুজরাট পুলিশের গ্রেপ্তারির প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে লেখক এবং সমাজকর্মীরা। এদিন শীতলাবাদসহ অন্যান্য মানবাধিকার কর্মীর মুক্তির দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চাও।

দেশের প্রায় ৪০-এর বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চ হল - সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তা এই মঞ্চের নেতৃত্বেই। যাদের লাগাতার আন্দোলনের মুখে পড়ে শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়েছে কেন্দ্র। সেই মোর্চা এদিন অভিযোগ করেছে যে, ‘কোনও সতর্কীকরণ ছাড়াই অ্যাকাউন্টগুলিকে ‘উইথহোল্ডস’ করা হয়েছে।’

সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, ‘যে সমস্ত টুইটার অ্যাকাউন্ট ‘উইথহোল্ডস’ করা হয়েছে, সেই তালিকায় রয়েছে – কিষাণ একতা মঞ্চ (Kisan Ekta Morcha), ট্রাক্টর টু টুইটার (Tractor2Twitter)। লক্ষণীয় বিষয় হল- কৃষক বিরোধী এই পদক্ষেপ নেওয়ার মধ্যে দিয়ে জরুরি অবস্থার বার্ষিকী পালন করছে কেন্দ্রীয় সরকার।’

অভিযোগ করা হয়েছে, ‘সরকারের কাজ নিয়ে যারা প্রশ্ন তোলেন, বিজেপি তাঁদের কন্ঠরোধের জন্য টুইটার-কে চাপ দিয়ে অ্যাকাউন্টগুলি ‘উইথহোল্ডস’ করতে বাধ্য করছে।’ ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

‘কৃষকদের আন্দোলনের সময়, এই আন্দোলন নিয়ে অনেক ভুল তথ্য ও গুজব ছড়ানোর চেষ্টা হয়েছে। তবে, এসময় কৃষক আন্দোলনে সক্রিয় যুবকেরা নিজেদের প্রচেষ্টায় ‘কিষাণ একতা মোর্চা’, ‘ট্রাক্টর টু টুইটার’ নামে টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে কৃষকদের কথা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিল।‘

‘এই অ্যাকাউন্টগুলির লক্ষ লক্ষ ফলোয়ার ছিল। এক বছরেরও বেশি সময় ধরে চলা কৃষক আন্দোলনের সময়, এই অ্যাকাউন্টগুলি সাহসিকতা ও নিষ্ঠার সাথে আন্দোলনের রিপোর্ট করেছিল। একইসঙ্গে আন্দোলনকারীদের উপর সরকারের নিপীড়নের কথা তুলে ধুরে ছিল।’

এই টুইটার অ্যাকাউন্টগুলি ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (SKM)। সেইসঙ্গে মানবাধিকার কর্মী তিস্তা শীতলাবাদকে গুজরাট পুলিশের গেপ্তারির নিন্দা জানিয়েছে তাঁরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in