Maharashtra: কে আসল শিবসেনা? স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে

People's Reporter: সোমবার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান উদ্ধব ঠাকরে। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও করেন ঠাকরে।
Maharashtra: কে আসল শিবসেনা? স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

পূর্ব ঘোষিত কথা মতোই মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। কে আসল শিবসেনা তার বিচার চাইতে শীর্ষ আদালতে গেলেন তিনি।

সোমবার স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান উদ্ধব ঠাকরে। স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও করেন ঠাকরে। তিনি বলেন, "আমি মনে করি বিধানসভার স্পিকার আদালতের নির্দেশ সম্ভবত বুঝতে পারেননি। তাঁকে যা করতে বলা হয়েছিল তা তিনি পালন করেননি। সুপ্রিম কোর্ট একটি কাঠামো তৈরি করে দিয়েছিল কিন্তু স্পিকার ভেবেছিলেন তিনি সুপ্রিম কোর্টের ওপরে। সেই কারণেই নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন"।

গত বুধবার মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকার একনাথ শিন্ডে গোষ্ঠীকে আসল শিবসেনার তকমা দেন। শাপাশি শিন্ডে গোষ্ঠীর যে ১৬ জন বিধায়ককে বহিষ্কারের দাবি জানিয়েছিল উদ্ধব গোষ্ঠী তাও খারিজ করে দেন স্পিকার। এরপরই স্পিকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন উদ্ধব ঠাকরে। স্পিকারের সিদ্ধান্তকে 'গণতন্ত্রের হত্যা' বলে কটাক্ষ করেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ সালের জুন মাসে মহারাষ্ট্রের ক্ষমতা দখলের জন্য তৎকালীন উদ্ধব ঠাকরের শিবসেনা থেকে ১৫ জন বিধায়ক নিয়ে বিজেপির সাথে হাত মেলান একনাথ শিন্ডে। পরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও হন তিনি। তাঁর দাবি বালা সাহেব ঠাকরের আদর্শকে তিনিই বাস্তবায়িত করছেন। সেই কারণে তাঁর গোষ্ঠীই আসল শিবসেনা। কিন্তু তা মানতে চাননি বালা সাহেব পুত্র উদ্ধব ঠাকরে।

Maharashtra: কে আসল শিবসেনা? স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে
Wholesale Price Index: ডিসেম্বরের পাইকারি মূল্য সূচকে গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি
Maharashtra: কে আসল শিবসেনা? স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে উদ্ধব ঠাকরে
নিখোঁজ হয়েছিল আন্দামানে, সাড়ে ৭ বছর পরে বঙ্গোপসাগরে খোঁজ মিলল ভারতীয় বায়ুসেনার বিমানের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in