Wayanad: লক্ষ্য 'ঐতিহাসিক' জয়! ওয়াইনাডে প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী প্রচার শুরু UDF-এর

People's Reporter: আগামী ১৩ নভেম্বর কেরালার ওয়াইনাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। কোনও নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা গান্ধী। এতদিন দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতেন তিনি।
প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
প্রিয়াঙ্কা গান্ধী বঢরাছবি - সংগৃহীত
Published on

আগামী ১৩ নভেম্বর কেরালার ওয়াইনাড লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। দাদা রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। আর গান্ধী পরিবারের কন্যাকে জেতানোর জন্য প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি।

কোনও নির্বাচনে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা গান্ধী। এতদিন দলীয় প্রার্থীদের হয়ে প্রচার করতেন তিনি। কংগ্রেসের তারকা প্রচারকের তালিকায় নাম থাকত তাঁর। এবার তিনিই প্রার্থী। তাঁর হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট। নির্বাচনী প্রচারের সূচনা করেছেন কংগ্রেস সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি ভেণুগোপাল। তিনি বলেন, "ওয়াইনাডের জনগণ, যাঁরা রাহুল গান্ধীকে সমর্থন করেছিলেন, তাঁরা অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীকে রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা দিয়ে জিতিয়ে আনবেন।"

শনিবার ওয়াইনাড লোকসভার অধীন সাতটি বিধানসভা কেন্দ্রে ইউডিএফ-র নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হবে। যেখানে অংশগ্রহণ করবেন কেরালা প্রদেশ কংগ্রেস সভাপতি কে সুধাকরণ, বিরোধী দলনেতা ভি ডি সতীসান, ইউডিএফ আহ্বায়ক এমএম হাসান এবং আইইউএমএল সাধারণ সম্পাদক পি কে কুনহালিকুট্টি সহ অন্যান্য নেতৃত্ব। সম্মেলন থেকে একটি নির্বাচনী কমিটি গঠন হবে বলে জানা যাচ্ছে।

কংগ্রেস সূত্রে খবর, ২৫ অক্টোবরের মধ্যে সমস্ত পঞ্চায়েত নির্বাচন কমিটি এবং বুথ লেভেল কমিটিগুলি গড়ে তোলা হবে। ২৬ এবং ২৭ অক্টোবর থেকে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার চালাবেন কংগ্রেস নেতারা।

প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে কেরালার ওয়াইনাড এবং উত্তরপ্রদেশের রায়বেরিলী - এই দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাহুল গান্ধী। দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়লাভ করেন তিনি। কংগ্রেস সূত্র মারফত আগেই জানা যায় ওয়াইনাড কেন্দ্রটি নিজের বোনের জন্য ছেড়ে দেবেন রাহুল গান্ধী।

ওয়াইনাড কেন্দ্রে পর পর দু'বার জয়ী হন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে সিপিআই প্রার্থী অ্যানি রাজা (সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজার স্ত্রী)-কে ৩ লক্ষ ৬৪ হাজার ৪২২ ভোটে হারান রাহুল। রাহুল পান ৫৯.৬৯ শতাংশ ভোট এবং সিপিআই প্রার্থী পান ২৬.০৯ শতাংশ ভোট। ফলে কংগ্রেসের শক্তিশালী গড় এই ওয়াইনাড। এখন দেখার দাদার জয়ের ব্যবধানকে বোন প্রিয়াঙ্কা ছাপিয়ে যেতে পারে কিনা।

প্রিয়াঙ্কা গান্ধী বঢরা
Maharashtra Polls 24: সাংবাদিক সম্মেলনে মেজাজ হারালেন রাজ্য কংগ্রেস সভাপতি, এখনও ঝুলে MVA-র আসনরফা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in