শুধুমাত্র আধার কার্ড না থাকার কারণে বর্তমান কোভিড মহামারীর সময়ে কাউকে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি বা চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবেনা। শনিবার স্পষ্টভাবে এক বিবৃতিতে একথা জানিয়েছে দ্য ইউনিক আইডেনটিফিকেশন অথোরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
এদিনের বিবৃতিতে জানানো হয়েছে – যদি কোনো নাগরিকের কাছে কোনো কারণে আধার না থেকে থাকে আধার আইন অনুসারে তাঁকে কোনো পরিষেবা থেকে বঞ্চিত করা যাবেনা। আধার না থাকার কারণে কোনো নাগরিককে ভ্যাকসিন, ওষুধ, হাসপাতালে ভর্তি অথবা চিকিৎসা থেকে বঞ্চিত করা যাবেনা।
সম্প্রতি আধার না থাকার কারণে বহু ক্ষেত্রে হাসপাতালে ভর্তি নেওয়া হয়নি। UIDAI-এর এদিনের বিবৃতিতে এই বিষয়ের উল্লেখ করে জানানো হয়েছে – যদি কোনো কারণে আধারের অনলাইন ভেরিফিকেশন সম্ভব না হয়, অথবা কারোর কাছে আধার কার্ড না থাকে তাহলেও তাঁকে আধার আইন ২০১৬ অনুসারে পরিষেবা দিতে হবে। এরপরেও যদি এই ধরণের কোনো ঘটনা ঘটে তাহলে সম্পূর্ণ বিষয় UIDAI-এর আধিকারিকদের জানাতে বলা হয়েছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন