Ukraine Crisis: কেন্দ্রের ঢিলেঢালা মনোভাবেই ইউক্রেনে ভারতীয় ছাত্রের মৃত্যু - অভিযোগ কংগ্রেসের

মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণে নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। উত্তর কর্ণাটকের বাসিন্দা নবীন মেডিক‍্যালের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন।
ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পা
ইউক্রেনে নিহত ভারতীয় ছাত্র নবীন শেখারাপ্পাফাইল ছবি সংগৃহীত
Published on

ইউক্রেনে নিহত ভারতীয় পড়ুয়ার মৃত্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারের ঢিলেঢালা মনোভাবকেই দায়ী করছে বিরোধীরা‌।

মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণে নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামের এক ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়। উত্তর কর্ণাটকের বাসিন্দা নবীন মেডিক‍্যালের চতুর্থ বর্ষের পড়ুয়া ছিলেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক ট‍্যুইট বার্তায় খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

নবীনের পরিবারের সাথে এদিন বিকেলে দেখা করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। নবীনের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির সাথে কথা বলেছেন তিনি। এরপর ব্রেকফাস্টের জন্য একটি দোকানে গিয়েছিলেন। তখনই সেখানে বোমা ফেলে রুশ সেনা। সেখানেই মৃত্যু হয় তাঁর।

এই মৃত্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি। কংগ্রেসের অভিযোগ, ইউক্রেনে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে সরকার ঢিলেমি দেখাচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ট‍্যুইটারে লেখেন, "ইউক্রেনে ভারতীয় পড়ুয়া নবীনের মৃত্যুর মর্মান্তিক খবর পেয়েছি। তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি আবার বলছি, পড়ুয়াদের নিরাপদে উদ্ধারের জন্য ভারত সরকারের একটি কৌশলগত পরিকল্পনা দরকার। প্রতিটি মিনিট মূল্যবান।"

জাতীয় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সূরযওয়ালা প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লেখেন, "মোদী জি, আপনার সরকারের সংবেদনহীনতার কারণে কর্ণাটকের একটি পরিবার তাদের সন্তানকে হারিয়েছে। আপনি কী বলবেন তাঁদের? ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মাঝে ২০ হাজার ভারতীয় পড়ুয়ার জীবন প্রতি মুহূর্তে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে আর আপনি এইসব করতে ব‍্যস্ত আছেন? হাজার হাজার পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে আনার দায়িত্ব কার?" এই ট‍্যুইটের সাথে দুটি ছবি শেয়ার করেছেন কংগ্রেস নেতা, যেগুলো দুটি সংবাদমাধ্যমের ট‍্যুইটের স্ক্রিনশট। এর একটিতে ভারতীয় পড়ুয়ার মৃত্যুর খবর রয়েছে এবং অন‍্যটিতে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার সংক্রান্ত খবর রয়েছে।

অন‍্য একটি ট‍্যুইটে বিজেপি সরকারের সমালোচনা করে সূরযেওয়ালা লেখেন, "ট্র‍্যাজেডি হলো - বিজেপি সরকারের কোনো উদ্ধার পরিকল্পনা নেই, মোদী সরকার আমাদের তরুণদের কথা ভাবেনা, প্রহ্লাদ যোশী ইউক্রেনে থাকা আমাদের তরুণদের অপমান করেছেন, এই সরকার শুধু ফটো সেশন করে, কোনো কাজ নেই‌।"

কর্ণাটক কংগ্রেসের তরফ থেকে ট‍্যুইটারে লেখা হয়, "মর্মান্তিক ঘটনা। একজন ছাত্রের জীবনপ্রদীপ নিভে গেছে। এখনও অনেকে জীবনের ঝুঁকি নিয়ে রয়েছে সেখানে, সরকারের সাহায্যের জন্য অপেক্ষা করছে তারা। কিন্তু দুঃখজনক, আমাদের পড়ুয়াদের জীবন যে হুমকির মুখে রয়েছে, সরকার মনে হয় তা এখনও উপলব্ধি করতে পারছে না।"

সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও নবীনের মৃত্যুতে শোকপ্রকাশ করে আটকে থাকা বাকি পড়ুয়াদের দ্রুত উদ্ধারের আবেদন জানিয়েছেন ভারত সরকারের কাছে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in