Rahul Gandhi: কেন্দ্রের মোদী সরকারের নীতির কারণেই দেশে বেকারত্ব বাড়ছে - রাহুল গান্ধী

People's Reporter: নয়াদিল্লীতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে ওয়াইনাডের সাংসদ জানান, সরকারি নীতির কারণেই দেশে ক্রমশ বেকারি বাড়ছে।
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধীফাইল ছবি আইএনসি এক্স হ্যান্ডেলের সৌজন্যে
Published on

সংসদের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস সাংসদ বলেন, মূলত বেকারত্ব, মুদ্রাস্ফীতির কারণেই এই নিরাপত্তা বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে।

শনিবার নয়াদিল্লীতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে ওয়াইনাডের সাংসদ জানান, সরকারি নীতির কারণেই দেশে ক্রমশ বেকারি বাড়ছে।

এদিন রাহুল গান্ধী বলেন, দেশে বেকারত্ব এক ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানত মোদী সরকারের নীতির কারণেই দেশের বেকাররা চাকরি পাচ্ছেন না। সংসদে নিরাপত্তা বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে এবং এর মূল কারণ বেকারি ও মুদ্রাস্ফীতি।

গত ১৩ ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক অধিবেশন কক্ষের দর্শকাসন থেকে লাফ মারেন এবং সংসদে হলুদ ধোঁয়া স্প্রে করতে শুরু করেন।

এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে আটক করেছে।

সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
বেকারত্ব সামাল দিতে 'যুদ্ধক্ষেত্র' ইজরায়েলে ১০,০০০ কর্মী নিয়োগ করবে হরিয়ানা সরকার!
সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী
Job Card: ভুয়ো জব কার্ড বাতিলে শীর্ষে উত্তরপ্রদেশ, বাংলায় কত বাতিল হয়েছে? লোকসভায় জানালেন মন্ত্রী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in