সংসদের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। শনিবার কংগ্রেস সাংসদ বলেন, মূলত বেকারত্ব, মুদ্রাস্ফীতির কারণেই এই নিরাপত্তা বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে।
শনিবার নয়াদিল্লীতে কংগ্রেসের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা করে ওয়াইনাডের সাংসদ জানান, সরকারি নীতির কারণেই দেশে ক্রমশ বেকারি বাড়ছে।
এদিন রাহুল গান্ধী বলেন, দেশে বেকারত্ব এক ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানত মোদী সরকারের নীতির কারণেই দেশের বেকাররা চাকরি পাচ্ছেন না। সংসদে নিরাপত্তা বিধি ভঙ্গের ঘটনা ঘটেছে এবং এর মূল কারণ বেকারি ও মুদ্রাস্ফীতি।
গত ১৩ ডিসেম্বর লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক অধিবেশন কক্ষের দর্শকাসন থেকে লাফ মারেন এবং সংসদে হলুদ ধোঁয়া স্প্রে করতে শুরু করেন।
এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ পাঁচ জনকে আটক করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন