Unemployment: “দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি” - রাহুল গান্ধী

People's Reporter: বিগত বেশ কিছু দিন ধরে দেশের যুবসমাজের বেকারত্বের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা। দেশের ক্রমবর্ধমান বেকারত্বের জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর নীতিকেই দায়ী করেছেন।
Unemployment: “দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি” - রাহুল গান্ধী
Published on

দেশের বেকারত্ব ইস্যুতে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে (পূর্বতন ট্যুইটার) লেখা এক বার্তায় রাহুল গান্ধী বলেন, দেশের যুবকদের আরও বেশি কাজের সুযোগের জন্য নরেন্দ্র মোদীর অবসরগ্রহণ খুবই জরুরি।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে ওয়াইনাডের বিদায়ী কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, “নরেন্দ্র মোদীজীকে দিয়ে যা বলানো দরকার আমি বলিয়ে নিতে পারি। ওঁর মুখে শুধু একটা শব্দই শোনা বাকি আছে - বেকারত্ব। দেশের যুবকদের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি”। প্রসঙ্গত, বিশ্ব ব্যাঙ্ক থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ভারতে বেকারত্বের হার ২৩.২২ শতাংশ। যা পাকিস্তান এবং বাংলাদেশের চেয়ে অনেকটাই বেশি।

বিগত বেশ কিছু দিন ধরেই দেশের যুবসমাজের বেকারত্বের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা। দেশের ক্রমবর্ধমান বেকারত্বের জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং নরেন্দ্র মোদীর নীতিকেই দায়ী করেছেন। তাঁর মতে, অর্থনীতির ক্ষেত্রে মোদিজীর নিম্নমানের রাজনীতির কারণেই দেশে বেকার সমস্যা বেড়েছে।

কিছুদিন আগে এই প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, গত ৪০ বছরের মধ্যে এই প্রথম আমাদের দেশ নিকৃষ্টতম বেকারত্বের হারে পৌঁছে গেছে। ভারতের বেকারত্বের হার পাকিস্তানের দ্বিগুণ। ভারতের বেকারত্বের হার যেখানে ২৩ শতাংশ সেখানে পাকিস্তানের বেকারত্বের হার ১২ শতাংশ। তিনি আরও বলেন, আমাদের দেশের বেকারত্বের হার ভুটান এবং বাংলাদেশের চেয়েও বেশি।

সম্প্রতি বিহারের এক জনসভায় ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ইন্ডিয়া মঞ্চ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথম নিশ্চিত কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ইন্ডিয়া মঞ্চ ক্ষমতায় এলে সব কর্মহীন স্নাতক এবং ডিপ্লোমা প্রাপকদের জন্য ভাতার বিনিময়ে এক বছরের অ্যাপ্রেন্টিসশিপের ব্যবস্থা করা হবে।

Unemployment: “দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি” - রাহুল গান্ধী
Swati Maliwal: ‘কেজরীওয়ালকে ফাঁসাতে বিজেপির এজেন্ট হয়েছেন স্বাতী মালিওয়াল’, দাবি আপের
Unemployment: “দেশের যুব সমাজের কর্মসংস্থানের জন্য মোদীজির অবসর জরুরি” - রাহুল গান্ধী
Lok Sabha Polls 24: ভোটপ্রচারে গিয়ে আক্রান্ত কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার, অভিযোগ বিজেপির দিকে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in