কৃষক-খুনে অভিযুক্ত জেলবন্দী ছেলেকে নিয়ে প্রশ্ন, মেজাজ হারিয়ে সাংবাদিককে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক প্রশ্ন করার পরই অজয় মিশ্র চিৎকার করে বলছেন, "আপনি কি পাগল?" এরপরই "মাইক বন্ধ করুন" বলে সাংবাদিককে জোরে ধাক্কা মেরে তাঁর মাইক কেড়ে নিতে দেখা গেছে মন্ত্রীকে।
সাংবাদিককে জোরে ধাক্কা মেরে তাঁর মাইক কেড়ে নিচ্ছেন মন্ত্রী
সাংবাদিককে জোরে ধাক্কা মেরে তাঁর মাইক কেড়ে নিচ্ছেন মন্ত্রীছবি সৌজন্যে ট্যুইটার
Published on

লখিমপুর খেরিতে বিক্ষোভরত কৃষকদের ওপর গাড়ি চালিয়ে তাঁদের পিষে মারার ঘটনায় মূল অভিযুক্ত জেলবন্দী ছেলেকে নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারিয়ে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের। সাংবাদিকের ওপর ঝাঁপিয়ে পড়ে নোংরা ভাষায় গালিগালাজ করেন তিনি। মন্ত্রীর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

লখিমপুর খেরি ঘটনা পূর্বপরিকল্পিত, ইচ্ছাকৃত ছিল বলে সম্প্রতি আদালতে জানিয়েছে SIT। এরপর ‌গতকাল এফআইআরে মন্ত্রীপুত্র সহ ১৩ অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আরোপের নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিন্তা রাম। ঘটনাচক্রে গতকালই লখিমপুর খেরিতে একটি অক্সিজেন প্ল‍্যান্টের উদ্বোধনে গিয়ে জেলে ছেলে আশিষ মিশ্রের সাথে দেখা করতে যান। সেখানে এক সাংবাদিক আদালতের এই নির্দেশ নিয়ে মন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে সাংবাদিক প্রশ্ন করার পরই অজয় মিশ্র চিৎকার করে বলছেন, "এরকম বোকা-বোকা প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আপনি কি পাগল?" এরপরই "মাইক বন্ধ করুন" বলে সাংবাদিককে জোরে ধাক্কা মেরে তাঁর মাইক কেড়ে নিতে দেখা গেছে নরেন্দ্র মোদী সরকারের মন্ত্রীকে।

ভিডিওতে সাংবাদিকের উদ্দেশ্যে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করতেও দেখা গেছে মন্ত্রীকে। এছাড়াও সাংবাদিককে 'চোর' বলেও অ‍্যাখ‍্যা দিয়েছেন তিনি।

এদিকে লখিমপুর খেরি ঘটনায় SIT-এর রিপোর্টের প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্তের দাবি আরও জোরালো করছে বিরোধীরা। এই নিয়ে হট্টগোলের কারণে সংসদে শীতকালীন অধিবেশন মুলতবি হয়ে যায় আজ। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দাবি, লখিমপুর খেরি নিয়ে বিরোধীদের কথা বলতেই দেওয়া হচ্ছে না।

সাংবাদিককে জোরে ধাক্কা মেরে তাঁর মাইক কেড়ে নিচ্ছেন মন্ত্রী
Rahul Gandhi: লখিমপুর খেরির ঘটনা প্রসঙ্গে লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না - রাহুল গান্ধী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in