অবশেষে পিছু হটলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। বিহার (Bihar) নিয়ে নিজের ‘আপত্তিকর মন্তব্য’ প্রত্যাহার করে নিয়েছেন তিনি। সেইসঙ্গে, বিহারের মানুষের কাছে ক্ষমাও চেয়েছেন বিজেপি (BJP)-র এই শীর্ষ নেতা।
গত মঙ্গলবার, সংসদের শীতকালীন অধিবেশনে বিহার নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল। যা নিয়ে প্রবল আপত্তি তোলেন আরজেডি (RJD) সাংসদ মনোজ ঝা (Manoj Jha)। একইসুর তোলেন বিরোধী দলের সাংসদরাও। তবে, অবস্থা বেগতিক দেখে বৃহস্পতিবার, নিজের মন্তব্যের জন্য সংসদে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
ঠিক বলেছিলেন মন্ত্রী গোয়েল?
গত মঙ্গলবার, রাজ্যসভায় মূল্যস্ফীতি নিয়ে সরব হন আরজেডি সাংসদ মনোজ ঝা। আর, তাঁকে দমাতে গিয়ে পীযূষ গোয়েল বলেন, ‘ইনকা বাস চালে তো, দেশ কো বিহার বানা দেঁ (যদি তাঁর কথা শোনেন, তাহলে পুরো দেশকে বিহার বানাবেন)।’
এরপরেই, গোয়েলের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন মনোজ ঝা। তিনি বলেন, ‘স্যার, এটা বিহারের অপমান। পীযূষ জি, হাত জোড় করে আমি আপনাকে অনুরোধ করছি, আমার সম্পর্কে আপনি যা খুশি বলুন, কিন্তু দয়া করে বিহার নিয়ে মন্তব্য করবেন না।’
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন বিহারের বিজেপি সাংসদ ও বিধায়করা। তারাও মেনে নিতে পারছেন না গোয়েলের বক্তব্য। কারণ, বিহারের ‘আরজেড - জেডি(ইউ) – কংগ্রেস জোট’-কে নিশানা করতে গিয়ে গোয়েল যা বলেছেন, তাঁতে বিহারের মানুষের সমর্থন হারাতে পারে বিজেপি। আর, দলের অন্দরে এই আশঙ্কা এবং সংসদে বিরোধীদের চাপে মুখে পড়ে অবশেষে পিছু হটলেন মোদীর মন্ত্রীসভার অন্যতম সদস্য গোয়েল।
আজ, সংসদে অধিবেশনের মাঝে পীযূষ গোয়েল বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি- বিহার বা বিহারের জনগণকে অপমান করার কোনও উদ্দেশ্যই আমার ছিল না। এতে যদি কারো অনুভূতিতে আঘাত লাগে, সে জন্য আমি ক্ষমা চাইছি। আমি আমার মন্তব্য প্রত্যাহার করছি।’
বৃহস্পতিবার, সকাল থেকেই সংসদে পীযূষ গোয়েলের মন্তব্যের বিরোধিতায় সরব হন বিরোধীরা। সকলেই চিৎকার করে দাবী তোলেন, ‘পীযূষ গোয়েলকে ক্ষমা চাইতে হবে। আমরা কখনই বিহারের অপমান সহ্য করব না।’
গতকালই (বুধবার), গোয়েলের মন্তব্যের ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Deputy CM Tejashwi Yadav)।
সেখানে তিনি লেখেন, ‘দেখুন, কিভাবে একজন বিবেকহীন এবং অহংকারী কেন্দ্রীয় মন্ত্রী বিহার ও বিহারীদের অপমান করছেন। প্রায় ২.৫ লক্ষ কোটি টাকার প্রকল্প তার নিজ রাজ্য মহারাষ্ট্র থেকে গুজরাটে নিয়ে যাওয়া হয়েছিল, সেজন্য তিনি একটি শব্দও উচ্চারণ করতে পারেননি। আর, এখন তাঁর অবস্থান দেখুন।’
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন