মঙ্গলবার তামিলদের নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী শোভা করন্দলাজ। বেঙ্গালুরুর ক্যাফেতে বিস্ফোরণ প্রসঙ্গে মন্ত্রী বলেছিলেন, “তামিলনাড়ু থেকে কেউ এসে এই বিস্ফোরণ ঘটিয়েছে।“ মন্ত্রীর এই মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন তামিলনাড়ুর বাসিন্দারা। সমালোচনা শুরু হয়েছে দেশের অন্যান্য অংশেও। লোকসভা ভোটে এর যাতে কোনও প্রভাব না পড়ে তাই তড়িঘড়ি মন্ত্রীকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করাল গেরুয়া শিবির। ক্ষমা চাইলেন শোভা করন্দলাজ।
এদিন নিজের এক্স হ্যান্ডেলে ক্ষমা প্রার্থনা করে মন্ত্রী লেখেন, “আমার তামিল ভাই ও বোনদের কাছে একটি বিষয় আমি স্পষ্ট করতে চাই যে, আমার কথাগুলি ঘটনার উপর আলোকপাত করার জন্য ছিল, কোনও নির্দিষ্ট জাতিকে আক্রমণ করার জন্য নয়। তবুও আমি দেখতে পাচ্ছি যে আমার মন্তব্য কারো কারো মনে কষ্ট এনেছে - এবং তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আমার মন্তব্য শুধুমাত্র কৃষ্ণগিরি বনে প্রশিক্ষণপ্রাপ্তদের উদ্দেশ্যে ছিল।“
মঙ্গলবার বেঙ্গালুরু বিস্ফোরণ নিয়ে কথা বলার সময় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে শোভা বলেন, “পুলিশ বলেছিল যে আমরা নমাজ শেষ হলে তবেই যেতে পারব। আমি সিদ্দারামাইয়াকে (কর্ণাটকের মুখ্যমন্ত্রী) জিজ্ঞেস করতে চাই এখানে কার সরকার চলছে। হিন্দুরা কি আপনাকে ভোট দেয়নি? এখানে প্রতিনিয়ত হিন্দুদের অপমান করা হচ্ছে। একজন ব্যক্তি তামিলনাড়ু থেকে এসে একটি ক্যাফেতে বোমা রেখে চলে যাচ্ছেন। অন্য একজন দিল্লি থেকে এসে পাকিস্তানপন্থী স্লোগান দিচ্ছেন।“
মন্ত্রীর এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই ক্ষুব্ধ তামিলনাড়ুর বাসিন্দারা। মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন। এক্স হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, "শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্যকে বিপন্ন করতে শোভা করন্দলাজের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। নির্বাচন কমিশন যেন এই ধরনের ঘৃণাভাষণের বিষয়টি নজরে রাখে এবং দ্রুত প্রয়োজনীয় কড়া পদক্ষেপ করে।"
তামিল ভাই-বোনদের কাছে ক্ষমা চেয়েও স্ট্যালিনকে আক্রমণ করতে ছাড়েননি শোভা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, "মিস্টার স্ট্যালিন, আপনার শাসনে তামিলনাড়ুর কী অবস্থা? আপনার তোষণের রাজনীতি হিন্দু ও বিজেপি কর্মীদের উপর দিনরাত আক্রমণ করতে উগ্রবাদীদের উসকানি দিচ্ছে। আইসিসের মতো জঙ্গি গোষ্ঠীর পরিচয় বহনকারীরা যখন ঘন ঘন বোমা বিস্ফোরণ ঘটায়, তখন আপনি চোখ বুজে থাকেন।”
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন