শুক্রবারই দ্বিতীয় মেয়াদে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যোগী আদিত্যনাথ। তার ঠিক একদিন আগেই বহু কোভিড যোদ্ধাকে বরখাস্ত করলো উত্তরপ্রদেশ সরকার। এঁরা সকলেই লখনউয়ের ডক্টর রাম মনোহর লোহিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সস-এর আউটসোর্সড স্বাস্থ্যকর্মী ছিলেন।
২০২০ সালের মার্চ মাসে দেশে যখন কোভিডের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, সেসময় জরুরিভিত্তিতে নিয়োগ করা হয়েছিল এঁদের। এই কর্মীরা মূলত ভ্যাকসিন ক্যাম্প পরিচালনা করা, সন্দেহভাজন রোগীদের পরীক্ষা করা এবং আউটডোর রোগীদের পরিষেবা দেওয়ার কাজ করতেন। পাশাপাশি অপারেশন থিয়েটার সহকারি, ভেন্টিলেটর টেকনিশিয়ান, স্টাফ নার্স এবং ওয়ার্ডবয় হিসেবেও কাজ করতেন এঁরা।
আগাম কোনো নোটিশ না দিয়ে আচমকা ২০০ জন কর্মীকে ছাঁটাই করছে উত্তরপ্রদেশ সরকার। সরকারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ কর্মীরা। পুনর্বহালের দাবিতে হসপিটালের সামনে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। সরকারের তরফ থেকে নিয়োগকারী সংস্থার কাছে পাঠানো নোটিশে বলা হয়েছে মার্চ মাসেই ছাঁটাই করা হতো কর্মীদের। কিন্তু হোলি থাকায় তা করা হয়নি।
আউটসোর্স কর্মীদের দাবি, কমপক্ষে এক মাস আগে রাজ্য সরকারের নোটিশ দেওয়া উচিত ছিল। এক আন্দোলনকারী জানিয়েছেন, "আমাদের কিছুই জানানো হয়নি। হঠাৎ বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ এই সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও ভাবেনি মহামারীর সময় নিজেদের পরিবারের কথা বিবেচনা না করে নিঃস্বার্থভাবে পরিষেবা দিয়ে গেছি আমরা।"
ছাঁটাই হওয়া এক ল্যাব টেকনিশিয়ান জানিয়েছেন, "রাজ্য সরকার চোখ বন্ধ করে রেখেছে। আমাদের দাবিগুলো দেখছেই না। কোভিডের সময় আমাদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। আর এখন আমাদের জীবিকাই কেড়ে নিচ্ছে এই সরকার।"
আন্দোলনকারীদের আরও অভিযোগ, ইনস্টিটিউটে প্রচুর শূন্য পদ থাকা সত্বেও তাঁদের নিয়োগ করা হচ্ছে না। ছাঁটাই হওয়া স্বাস্থ্যকর্মীদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বামদলগুলি। মহামারীর সময় কিভাবে এই স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে পরিষেবা দিয়ে গিয়েছিল, সে কথা মনে করে সরকারের কাছে স্বাস্থ্যকর্মীদের পুনর্বহালের দাবি জানিয়েছে বামেরা।
আউটসোর্স কর্মীদের হঠাৎ বরখাস্ত করার ঘটনা এই প্রথম নয়। এর আগে ৭ মার্চ লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রায় ২০০০ স্যানিটাইজেশন কর্মীকে বরখাস্ত করা হয়েছিল।
- Originally published in Newsclick
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন