‘নেতিবাচক’ খবর প্রকাশ আটকাতে কড়া পদক্ষেপের ঘোষণা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। বিজেপি শাসিত এই রাজ্য গত ১৬ আগস্ট এক নির্দেশিকায় এরকমই জানিয়েছে। সরকারের পক্ষ থেকে ওই নির্দেশিকা সমস্ত জেলাশাসকের কাছে পাঠানো হয়েছে। যে নির্দেশিকা অনুসারে, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনও ‘নেতিবাচক’ খবর অথবা ‘ভুল তথ্য সম্বলিত’ খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের কাছে কৈফিয়ত চাওয়া হবে।
গত ১৬ আগস্টের ওই নির্দেশিকায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখ্য সচিব সঞ্জয় প্রসাদ জানিয়েছেন, যে কোনও নেতিবাচক খবর ইন্টিগ্রেটেড গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম (IGRS)-এ নথিভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট ডিভিশনাল কমিশনারের, জেলাশাসক এবং বিভাগীয় প্রধানদের কাছে পাঠানো হবে।
ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, যদি কোনও সংবাদপত্র, সংবাদমাধ্যম রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এইভাবে কোনও ঘটনার বিবরণ ঘুরিয়ে পরিবেশন করে অথবা ভুল তথ্য সহকারে কোনও নেতিবাচক খবর পরিবেশন করে সেক্ষেত্রে রাজ্য প্রশাসন অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ওই সংবাদমাধ্যম, সংবাদপত্রের কাছে জবাবদিহি চাইবে এবং উপযুক্ত কারণ দর্শাতে বলবে। এই সংক্রান্ত অভিযোগের কপি তথ্য দপ্তরেও পাঠানো হবে।
প্রসাদ জানিয়েছেন, তথ্য দপ্তর দৈনিক সংবাদপত্র এবং সংবাদমাধ্যমে প্রকাশিত নেতিবাচক খবরের বিষয় খতিয়ে দেখবে। এটা অত্যন্ত প্রয়োজনীয় কারণ নেতিবাচক খবরের কারণে রাজ্যের, সরকারের ভাবমূর্তির ক্ষতি হতে পারে।
প্রসাদ আরও জানিয়েছেন, এই ধরণের খবরকে আইজিআরএস-এ নথিভুক্ত করা হবে এবং ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলাশাসক, বিভাগীয় প্রধান এবং বিভাগীয় সচিবকে পাঠানো হবে। অন্তর্বর্তী কোনও প্রতিবেদন বৈধ বলে বিবেচিত হবেনা।
যার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ধরনের ঘটনার চিঠি সংশ্লিষ্ট বিভাগে পাঠানোর পরে, জেলাশাসকের দপ্তর আইজিআরএস পোর্টালে উল্লিখিত চিঠি আপলোড করবে বলেও তিনি জানিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন