UP: পুরুষরা যেন মহিলাদের পোশাকের মাপ না নেন বা চুল না কাটেন - প্রস্তাব উত্তরপ্রদেশ মহিলা কমিশনের

People's Reporter: গত ২৮ অক্টোবর মহিলাদের সুরক্ষা নিয়ে একটি বৈঠক করে উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশন। সেখানেই ধরণের একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহানফাইল ছবি উত্তর প্রদেশ রাজ্য মহিলা আয়োগ-এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত
Published on

কোনও পুরুষ যেন মহিলাদের পোশাকের মাপ না নেন বা মহিলাদের চুল না কাটেন। মহিলাদের ‘ব্যাড টাচ’ থেকে রক্ষা করার জন্য এবং পুরুষদের খারাপ উদ্দেশ্যকে প্রতিহত করার জন্য এমনই প্রস্তাব দিয়েছে উত্তরপ্রদেশ মহিলা কমিশন।

গত ২৮ অক্টোবর মহিলাদের সুরক্ষা নিয়ে একটি বৈঠক করে উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশন। সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়েছে। মহিলা কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, “২৮ অক্টোবর মহিলা কমিশনের সভায় একটি প্রস্তাব পেশ করা হয়েছে। শুধুমাত্র মহিলা দর্জিরাই মহিলাদের পোশাকের মাপ নেবেন এবং সংশ্লিষ্ট এলাকায় সিসিটিভি লাগাতে হবে।“

তিনি জানিয়েছেন, প্রস্তাবটি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান পেশ করেছিলেন এবং বাকিরা তাঁকে সমর্থন জানিয়েছেন।

সেলুনেও মহিলাদের কেবল মহিলা কর্মচারীরাই পরিষেবা দেবেন, এমন প্রস্তাবও উঠেছে ওই বৈঠকে। হিমানী আগরওয়াল বলেন, "বৈঠকে আরও বলা হয়েছে সেলুনে মহিলা গ্রাহকদের কেবল মহিলা কর্মচারীরাই পরিষেবা দেবেন। আমরা মনে করি এই ধরণের পেশায় পুরুষরা থাকে বলেই মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটে। পুরুষরা ব্যাড টাচ করার চেষ্টা করে।"

এছাড়াও প্রস্তাব দেওয়া হয়েছে, জিমে মহিলাদের জন্য মহিলা ট্রেনার রাখতে হবে। যে সমস্ত স্কুলবাসে ছাত্রীরা যাবে সেই সমস্ত বাসে মহিলা কর্মী রাখতে হবে এবং সমস্ত কোচিং সেন্টারে সিসিটিভি বসাতে হবে।

তবে তিনি জানিয়েছেন, কিছু পুরুষের উদ্দেশ্য ভালো নয়। কিন্তু সব পুরুষই যে খারাপ এমনও নয়।

তিনি আরও জানিয়েছেন, এটি এখনও কেবল একটি প্রস্তাব। মহিলা কমিশন পরবর্তীকালে এই বিষয়ে আইন প্রণয়নের জন্য রাজ্য সরকারকে অনুরোধ করবে। কমিশনের এক সদস্য মনীষা আহলয়াত টাইমস অফ ইন্ডিয়াকে বৃহস্পতিবার জানিয়েছেন, সমস্ত আলোচনাই প্রাথমিক স্তরে আছে। এই সমস্ত প্রস্তাবের বাস্তব প্রয়োগের বিষয়ে এখনও আলোচনা হয়নি। এই প্রস্তাব পাশ হলে তা সরকারের কাছে খসড়া আকারে নীতি প্রণয়নের এবং প্রয়োগের জন্য পাঠানো হবে।

উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান
Uttar Pradesh: উত্তরপ্রদেশে ৮ রেল স্টেশনের নাম পরিবর্তন! বিজেপিকে খোঁচা অখিলেশের
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান
Sensex & Nifty: ৮৪.৩৭ - আমেরিকান ডলারের অনুপাতে সর্বকালীন সর্বনিম্ন স্তরে ভারতীয় টাকার দর
উত্তরপ্রদেশ মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান
Rajasthan By Poll: রাজস্থানে ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন মুখ্যমন্ত্রী ভজনলালের কাছে বড়ো চ্যালেঞ্জ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in