উত্তরপ্রদেশের একটি প্রাচীন হনুমান মন্দিরে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হলো। পাশাপাশি হিন্দু ভক্তদের জন্য পোশাক নিয়ে একধিক নির্দেশিকা প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দিরের বাইরে লাগানো একটি পোস্টারে নতুন বিধিগুলি দেখতে পাওয়া যায়। মন্দিরটি অবস্থিত অচলতালাব এলাকায়। স্থানীয় মানুষ এটিকে গিলহারি হনুমান মন্দির নামেই জানে। সেখানেই মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
পোস্টারে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি হিন্দু ভক্তদের উদ্দেশ্যে বলা হয়েছে, কোনো রকমের ছোটো পোশাক, জিন্স পরে মন্দিরের মধ্যে প্রবেশ করা যাবে না। ভদ্র পোশাক পরেই ভিতরে প্রবেশ করতে হবে।
মন্দিরের মোহন্ত (মন্দিরের শীর্ষ কর্তা) কুশল নাথ এই প্রসঙ্গে বলেন, ধর্মীয় স্থানে এইধরণের পোশাক পরলে অস্বস্তিকর পরিস্থিতির তৈরি হয়। অসম্মানজনক দেখায়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, 'মানুষের উচিত মন্দিরে ভদ্র পোশাক পরে আসা। তাঁরা মন্দিরের বাইরে যা খুশি পরতেই পারেন। আর মুসলমানরা যদি পুজো করতে না চায় তাহলে মন্দিরের মধ্যে প্রবেশ করে কী করবেন?'
উল্লেখ্য, এই মন্দিরের একটি বিশেষত্ব আছে, যার জন্য এটি বিখ্যাত। এখানে হনুমানকে কাঠবেড়ালির রূপে পুজো করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন