উত্তরপ্রদেশের ধর্মঘটী বিদ্যুৎকর্মীরা রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরবিন্দ কুমার শর্মার সঙ্গে আলোচনার পর তাঁদের ধর্মঘট প্রত্যাহার করলেন। গত ৬৪ ঘণ্টা ঘরে তাঁরা ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন। এর আগে ধর্মঘট করার কারণে ১,৩৩২ জনকে ছাঁটাই করে উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL)।
এদিন ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর রাজ্যের বিদ্যুৎ সংযুক্ত সংঘর্ষ সমিতি (VKSSS) জানিয়েছে, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী আলোচনায় জানিয়েছেন যে কর্মচারীদের সমস্ত দাবিদাওয়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করা হবে। মন্ত্রীর আশ্বাসের পরেই আমরা আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি।
এর আগে অরবিন্দ কুমার শর্মা রাজ্যের বিদ্যুৎ কর্মীদের কাছে ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন বিদ্যুৎকর্মীরা দ্রুত কাজে ফিরে আসুন এবং ধর্মঘটের কারণে রাজ্যের যেসব অঞ্চলে বিদ্যুৎ পরিষেবা গুরুতরভাবে ব্যাহত হয়েছে সেইসব অঞ্চলে দ্রুত পরিষেবা চালু করার ব্যবস্থা গ্রহণ করুন।
তিনি আরও বলেন, ধর্মঘটের কারণে যে ১,৩৩২ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে আইনি পথে তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হবে।
এই প্রসঙ্গে সংঘর্ষ সমিতির আহ্বায়ক শৈলেন্দ্র দুবে জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে কর্মচারীদের দাবির মিটিয়ে দেবার বিষয়ে আশ্বাস পাওয়ার পরেই কর্মচারীরা ধর্মঘট প্রত্যাহার করে সরকারকে সময় দেবার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত শুক্রবার UPPCL-এর পক্ষ থেকে ধর্মঘটে যোগ দেবার কারণে ১,৩৩২ জন চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মীকে বরখাস্ত করা হয়। যার মধ্যে পূর্বাঞ্চলের ৫৫০ জন, মধ্যাঞ্চলের ৩৪৮ জন, পশ্চিমাঞ্চলের ২৩২ জন এবং দক্ষিণাঞ্চলের ২০২ জন কর্মচারী আছেন। এছাড়াও সংঘর্ষ সমিতির ১৮ জন পদাধিকারীর বিরুদ্ধেও নোটিশ পাঠানো হয়।
উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য অনুসারে, UPPCL প্রতিদিন ১৫০ কোটি টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এর আগে সংঘর্ষ সমিতির পক্ষ থেকে গত বছরের ডিসেম্বর মাসের ৩ তারিখে হওয়া চুক্তি অবিলম্বে রূপায়ণের দাবিতে ১৬ মার্চ মধ্যরাত থেকে ৭২ ঘণ্টার ধর্মঘটের কথা ঘোষণা করা হয়। ধর্মঘটের ঘোষণার পরে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের পক্ষ থেকে ২২ জন ইউনিয়ন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং এসেন্সিয়াল সার্ভিস মেইন্টেনেন্স অ্যাক্ট (ESMA) অনুসারে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন