Uttar Pradesh: বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস সেই 'রাম মন্দির'ই

উত্তরপ্রদেশ সরকারের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইট করেন, ‘অযোধ্যা আর কাশীতে মস্ত মন্দির তৈরি হচ্ছে, এর পরে পালা মথুরার।’
Uttar Pradesh: বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস সেই 'রাম মন্দির'ই
গ্রাফিক্স - নিজস্ব
Published on

পূর্বসূরীদের দেখানো পথেই হাঁটছে বিজেপি। ভোটের আগে শিলান্যাসের ঝড় উঠেছে উত্তরপ্রদেশে। আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার কয়েক মাস আগে বৃহস্পতিবার রাজ্যের সাহারানপুরের একটি বিশ্ববিদ্যালয় ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫০.৪৩ একর জায়গায় ৯২ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে বিশ্ববিদ্যালয়টি।

পাশাপাশি আরও একটি শিল্যান্যাস নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে নিশানা করলেন তিনি। স্পষ্টই বললেন, 'কত কথা অখিলেশ বলেছিলেন! বাঁকা সুরে স্লোগান দিতেন, ‘মন্দির ওহি বানায়েঙ্গে/ লেকিন তিথি নহি বতায়েঙ্গে!’ কিন্তু আমরা তাঁদের গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছি।'

এদিকে, ললিতপুরে একটি নির্বাচনী জনসভায় অখিলেশ বিনা নোটিশে লকডাউন ও ট্রেন-বাস বন্ধ করা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারকে নিশানা করে বলেন, 'এখন বিজেপি হিন্দু-মুসলমান করছে। কিন্তু এভাবে কি ভুলিয়ে দেওয়া যাবে— কী ভাবে হাজার হাজার কিলোমিটার হেঁটে ঘরে ফিরেছেন শ্রমিকরা। আমাদের সরকার থাকলে ওঁদের জন্য বাসের ব্যবস্থা করত। আর বিজেপি সরকার ব্যারিকেড দিয়ে তাঁদের রাজ্যে ঢোকা আটকে দিয়েছিল। গোয়ালঘর খুলে দিয়েছিল ভিনরাজ্যের শ্রমিকদের জন্য!'

অমিত শাহর কটাক্ষ, আগে মাফিয়ারাই সরকার চালাত। এখন ওরা বলছে, রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। আমার কাছে তথ্য আছে, যোগীর আমলে উত্তরপ্রদেশে অপরাধের সংখ্যা কমেছে ৬০ শতাংশ। তাঁর দাবি, একটা সময় ছিল, যখন পাকিস্তান বিনা বাধায় দেশে নাশকতা চালাত। কিন্তু এখন মোদি সরকারের আমলে পাকিস্তান আর সাহস পায় না বলে দাবি করেছেন তিনি।

উত্তরপ্রদেশ সরকারের উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য টুইট করেন, ‘অযোধ্যা আর কাশীতে মস্ত মন্দির তৈরি হচ্ছে, এর পরে পালা মথুরার।’ অখিলেশ কাল বলেন, 'মৌর্যের এই টুইট প্রমাণ করছে যে, ভোটের আগে বিষয়টি নিয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে বিজেপি।' বিএসপি নেত্রী মায়াবতী এর নিন্দা করে বলেন, 'বিজেপি শেষ অস্ত্র হিন্দু-মুসলমান প্রয়োগ করে ফেলায় প্রমাণ, উত্তরপ্রদেশে হার নিশ্চিত। আর বিজেপি সেটা বুঝেছে।'

Uttar Pradesh: বিধানসভা নির্বাচনে বিজেপির তুরুপের তাস সেই 'রাম মন্দির'ই
Uttar Pradesh: বিজেপি ক্ষমতায় আসার পর কোনও দাঙ্গা হয়নি, কৃষক আত্মহত্যা করেনি: যোগী

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in