পদত্যাগ করলেন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। কিছুক্ষণ আগে রাজ্যপাল বেবী রানি মৌর্যের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। বিজেপির কোর্স-কারেকশনের অংশ হিসেবে নিজের মুখ্যমন্ত্রী পদের মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই পদত্যাগ করলেন রাওয়াত।
সাম্প্রতিক সময়ে বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষায় রাজ্যের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে মত দিয়েছিলেন অধিকাংশ বিধায়ক। এমনকি তাঁরা একথাও জানিয়েছিলেন রাওয়াত মুখ্যমন্ত্রী থাকলে আগামী নির্বাচনে বিজেপির জয়ী হবার কোনো সম্ভাবনা নেই। তাঁর পরিবর্তে রাওয়াতের মন্ত্রিসভার এক সদস্য, ধনসিং রাওয়াতকে অনেকেই আগামী মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। কেন্দ্রীয় নেতাদের কাছে এই রিপোর্ট জমা পড়ার পরেই তড়িঘড়ি গতকাল দিল্লি যান রাওয়াত। সেখানে বিজেপি সভাপতি জে পি নাড্ডা সহ কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পর আজ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
পদত্যাগের পর এক সাংবাদিক সম্মেলনে রাওয়াত জানিয়েছেন দলের সিদ্ধান্ত ছিল উত্তরাখণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে অন্য কারও সুযোগ পাওয়া উচিত। তাই দলের নির্দেশেই পদত্যাগ করেছেন তিনি। তিনি বলেছেন, "চার বছর রাজ্যের সেবা করেছি আমি, দল আমাকে এই সুবর্ণ সুযোগ দিয়েছিল। ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একজনকে এতবড় সুযোগ দেওয়ার জন্য দলের কাছে কৃতজ্ঞ আমি।" আগামীকাল সকাল ১০টায় আইনসভার বৈঠকের পর তাঁর উত্তরসূরি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন