UP: 'ক্ষমা না চাইলে জুতো খুলে মারব' - উত্তরপ্রদেশে জনসমক্ষে সরকারী আধিকারিককে শাসানি BJP বিধায়কের

People's Reporter: মহিলা বিধায়ক বলেন, ‘‘ক্ষমা না চাইলে জুতো খুলে মারব। আপনারা শ্রাবণ মাসে কী ভাবে হিন্দু মন্দির ধ্বংস করার মতো ঘৃণ্য কাজ করতে পারেন?"
উত্তরপেদেশে জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপি বিধায়কের
উত্তরপেদেশে জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপি বিধায়কেরছবি - সংগৃহীত
Published on

পশ্চিমবঙ্গে তৃণমূল বিধায়ক অখিল গিরির পর এবার উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক। প্রকাশ্যে আবাসন উন্নয়ন কর্পোরেশনের কিছু কর্মীকে শাসাচ্ছেন মহিলা বিধায়ক। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু যোগীরাজ্যে (যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি পিপলস রিপোর্টার)।

জানা গেছে, গত ৬ আগষ্ট সকালে উত্তরপ্রদেশের বুলন্দশহরের খুর্জায় বেআইনি নির্মাণ ভাঙতে গিয়েছিলেন আবাসন উন্নয়ন কর্পোরেশনের কিছু কর্মী। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় মন্দিরের একটি চাতালও। এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছান ওই এলাকার বিজেপি বিধায়ক মিনাক্ষী সিং। এরপর স্থানীয়দের সামনেই আবাসন উন্নয়ন আধিকারিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝেই চিৎকার করে এক আধিকারিককে শাসাচ্ছেন ওই মহিলা বিধায়ক এবং বলছেন, ‘‘ক্ষমা না চাইলে জুতো খুলে মারব। আপনারা শ্রাবণ মাসে কী ভাবে হিন্দু মন্দির ধ্বংস করার মতো ঘৃণ্য কাজ করতে পারেন? আপনারা আমাদের সরকারকে বদনাম করতে চান? জনগণের কাছে ক্ষমা চান। নইলে জুতো খুলে এমন মারব না…।"

এই গন্ডোগোলের খবর পেয়ে তড়িঘড়ি ওই এলাকায় পৌঁছান মহাকুমাশাসক। কোনো রকমে পরিস্থিতি সামাল দিয়ে তিনি জানান, মন্দির ভাঙার ঘটনায় দোষীদের শাস্তি দেওয়া হবে। সেই ভিডিওই দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, সম্প্রতি এইরকমই এক বচসাতে জড়িয়ে মন্ত্রিত্ব খোয়ান পশ্চিমবঙ্গের কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাজপুর সমুদ্রসৈকতে বনদফতরের জায়গা জবরদখল রুখতে যান কাঁথির ফরেস্ট রেঞ্জের অফিসার মনীষা সাউ। সেখানে মনীষা সাউয়ের সঙ্গে কথপোকথনের সময় তাঁর উদ্দেশ্যে একাধিক কুকথা বলতে শোনা যায় অখিল গিরিকে। এমনকি হুমকিও দেওয়া হয় তাঁকে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই অখিল গিরিকে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিমো মমতা ব্যানার্জি। সোমবার হোয়াট্‌সঅ্যাপ মারফত মুখ্যসচিবকে নিজের ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।

উত্তরপেদেশে জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপি বিধায়কের
'ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই', মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও নিজের মন্তব্য নিয়ে অনুতপ্ত নন অখিল গিরি
উত্তরপেদেশে জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপি বিধায়কের
Kerala: বিপর্যস্ত ওয়াইনাডের পাশে CPIM বিধায়করা, এক মাসের বেতন দান করলেন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে
উত্তরপেদেশে জনসমক্ষে আধিকারিককে শাসানি বিজেপি বিধায়কের
'খেলা হবে দিবস' পালনে ১৫ হাজার টাকা করে অনুদান রাজ্যের ক্লাবগুলিকে, জানালো ক্রীড়া দপ্তর

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in