ফের একবার যোগী সরকারকে আক্রমণের পথে হাঁটলেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী। উত্তরপ্রদেশের পিলভিটের সাংসদের কথায়, জনগণকে নিজেদেরই যদি সবকিছু করতে হয়, তাহলে প্রশাসন কিসের জন্য আছে?
এর আগে উত্তরপ্রদেশের আখ চাষীদের প্রতি রাজ্য সরকারের বিরূপ মনোভাব, লখিমপুর খেরি কান্ড সহ একাধিক ইস্যুতে যোগী সরকারের সমালোচনা করেছেন বরুণ গান্ধী। এবার রাজ্যের বন্যা দুর্গতদের দুর্দশা নিয়ে সরকারকে আক্রমণ করলেন তিনি।
ট্যুইটারে বরুণ গান্ধী লেখেন, "বন্যার কারণে তেরাইয়ের অধিকাংশ এলাকার অবস্থা অত্যন্ত খারাপ। দুর্গতদের শুকনো খাবার সরবরাহ করলাম যাতে দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত কোনো পরিবার ক্ষুধার্ত না থাকে। এটা খুব বেদনাদায়ক, যখন সাধারণ মানুষের কাছে প্রশাসনের সবচেয়ে বেশি প্রয়োজন, তখন তাঁকে নিজেকেই নিজের রক্ষা করতে হচ্ছে। যদি সাধারণ মানুষকে নিজের দায়িত্ব নিজেই নিতে হয়, তাহলে 'সরকারের' থাকার কী প্রয়োজন।"
এই ট্যুইটের সাথে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে বন্যা কবলিত এলাকার ছবির পাশাপাশি সাংসদকে পীড়িতদের শুকনো খাবার দিতেও দেখা গেছে।
এর আগে আখ চাষীদের সমর্থন মূল্য বাড়ানোর দাবিতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খোলা চিঠি লিখেছিলেন বরুণ গান্ধী। মুজফ্ফরনগরে হওয়া কৃষক মহাপঞ্চায়েতের ভিডিও পোস্ট করে সরকারকে কৃষকদের সাথে আলোচনায় বসার অনুরোধ করেছেন। লখিমপুর খেরি কান্ডে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন