রাজস্থান বিজেপিতে গোষ্ঠী কোন্দল এখন ওপেন সিক্রেট।
একদিকে, সালাসার মন্দিরে জন্মদিন পালন উপলক্ষ্যে ৪ মার্চ, দলীয় কর্মী-সর্থকদের নিয়ে বড় কর্মসূচির কথা ঘোষণা করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। অন্যদিকে, পাল্টা বিক্ষোভের ডাক দিয়েছে রাজ্য বিজেপি।
জানা যাচ্ছে, বসুন্ধরা রাজের জন্মদিন আসলে ৮ মার্চ। এদিন হোলি থাকায়, জন্মদিনে পূজো দেওয়ার কর্মসূচী ৪ দিন এগিয়ে এনেছেন বসুন্ধরা। এই উদযাপনে এক লক্ষেরও বেশি মানুষ অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে।
এই পদক্ষেপের বিরুদ্ধে, বিজেপি সংগঠনও ৪ মার্চ বড় বিক্ষোভের ডাক দিয়েছে।
চলতি বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে, বসুন্ধরার হাতে কিছুতেই রাশ তুলে দিতে রাজি নয় রাজ্য বিজেপি। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি নিয়ে বসুন্ধরাকে কোণঠাসা করার পাশাপাশি গেহলট সরকারের বিরুদ্ধে বড় বিক্ষোভের ডাক দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সতীশ পুনিয়া।
এদিন পুনিয়া বলেন, ‘কংগ্রেসের অশোক গেহলট সরকারের দুঃশাসনে সাধারণ মানুষ বিরক্ত এবং যুবকরা হতাশ ও ক্ষুব্ধ। তাঁরা কংগ্রেস সরকারকে উৎখাত করতে প্রস্তুত।’
তিনি জানান, ‘কৃষি ঋণ মকুব, আইনশৃঙ্খলার অবনতি, মহিলা সুরক্ষার মতো জ্বলন্ত সমস্যাগুলির বিরুদ্ধে গর্জে উঠবে মানুষ। এ নিয়ে মার্চের প্রথম সপ্তাহে (৪ মার্চ) বিধানসভা অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।’
একই দিনে বসুন্ধরা রাজে ও বিজেপির সমান্তরাল কর্মসূচিতে আবার প্রকট আকার ধারন করছে বিজেপি-বসুন্ধরা দ্বন্দ্ব।
বছর দুয়েক আগে দলীয় নেতৃত্বের সঙ্গে বিবাদ তুঙ্গে ওঠায় দলীয় কর্মসূচিতে যাওয়া ছেড়ে দিয়েছিলেন বসুন্ধরা রাজে। উপনির্বাচনে দলের প্রচার, জনক্রোশ যাত্রা থেকে নিজেকে দূরে রেখেছেন তিনি। তবে, দেব দর্শন ও ধর্মীয় সফরের মাধ্যমে পুনরায় মুখ্যমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন বসুন্ধরা।
অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র ঠান্ডা যুদ্ধের কথা সকলেরই জানা। চলমান পরিস্থিতিতে বসুন্ধরাকে এতটা জমি দিতে রাজি নন অমিত শাহ। অলিখিত নির্দেশে রাজস্থান বিজেপি নেতাদের নিজেদের মত করে ঘর গোছাতে বলছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন