আবার বিতর্কে জগদীপ ধনখড়। ঐতিহ্য অনুসরণ না করে, নিজের দফতরের ৮ আধিকারিককে রাজ্যসভার অধীন ২০ টি সংসদীয় কমিটিতে নিয়োগ দিয়েছেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। যা নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা।
অভিযোগ উঠেছে, বিভিন্ন কমিটির উপর নজরদারি চালাতেই, মোদী সরকারের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছেন ধনখড়। অতীতে এই ধরনের কোনও নজির নেই বলেও দাবি করেছেন বিরোধীরা। এটি একটি ‘অবৈধ’ এবং ‘প্রাতিষ্ঠানিক বিপর্যয়’।
কংগ্রেস জানিয়েছে, এর থেকে পরিষ্কার, বর্তমান ব্যবস্থায় আধিকারিকদের ওপরে কোনও আস্থা নেই তাঁর (জগদীপ ধনখড়ের)।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, উপরাষ্ট্রপতির আধিকারিক ও স্পেশাল ডিউটি অফিসার (OSD) হিসেবে কর্মরত রাজেশ এস নায়েক (Rajesh N Naik), ব্যক্তিগত সচিব সুজিত কুমার (Sujeet Kumar), অতিরিক্ত ব্যক্তিগত সচিব সঞ্জয় ভার্মা (Sanjay Verma) ও ওএসডি অভয় সিং শেখাওয়াত (Abhyuday Singh Shekhawat)-কে ১২ টি স্ট্যান্ডিং বা সংসদীয় কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়াও, ধনখড়ের অফিসের আরও ৪ আধিকারিক- ওএসডি অখিল চৌধুরী (Akhil Choudhary), দীনেশ ডি (Dinesh D), কৌস্তুভ সুধাকর ভালেকার (Kaustubh Sudhakar Bhalekar) এবং ব্যক্তিগত সচিব অদিতি চৌধুরী (Aditi Chaudhary)-কে ৮টি দফতর সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে নিয়োগ দেওয়া হয়েছে।
এমন নিয়োগ নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। লোকসভার সদস্য মণীশ তিওয়ারি (Manish Tewari) এক টুইটে লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান। তিনি সদস্য নন। তিনি কীভাবে তাঁর ব্যক্তিগত সচিবদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিতে স্থান দিতে পারেন?’
রাজ্যসভার সাংসদ দিগ্বিজয় সিং (Digvijaya Singh) টুইটারে লিখেছেন, 'সংসদের স্থায়ী কমিটিতে নিজের কর্মীদের নিয়োগ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর। নিশ্চিতভাবে এটি নজিরবিহীন। আর, যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাও সঠিক নয়। এটি কি রাজ্যসভার সচিবালয়ের বর্তমান কর্মীদের প্রতি রাজ্যসভার চেয়ারম্যানের আস্থার অভাবকে প্রতিফলিত করে না?’
জানা যাচ্ছে, বিভিন্ন সংসদীয় কমিটিতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা বিভিন্ন গোপন বৈঠকে থাকতে পারবেন। এ নিয়ে লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল পি ডি টি আচার্য (P D T Achary) বলেন, ‘সংসদের কমিটিতে রাজ্যসভার স্পিকার বা চেয়ারম্যান তাঁদের ব্যক্তিগত সচিবদের স্থান দিতে পারেন না। এঁরা পার্লামেন্টারির সেক্রেটারিয়েটের অংশ নয়। এই ধরনের নিয়োগ আগে হয়নি।‘
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন