হরিয়ানা বিধানসভা নির্বাচনের শেষ লগ্নের প্রচারে বীরেন্দ্র সহবাগ। বুধবার হরিয়ানার ভিওয়ানি জেলার তোশামে কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচার সভায় অংশ নেন সহবাগ। উল্লেখ্য, অতীতে বেশ কয়েকবার তাঁকে পরোক্ষভাবে বিজেপির সমর্থনে কথা বলতে দেখা গেছে।
শনিবার হরিয়ানায় বিধানসভা নির্বাচন। ৯০ কেন্দ্রেই একদফায় ভোট। বৃহস্পতিবার ভোট প্রচার শেষ। গণনা ৮ অক্টোবর। তার আগে বুধবার তোশামের কংগ্রেস প্রার্থী অনিরুদ্ধ চৌধুরীর প্রচার সভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ।
উল্লেখ্য, একসময় অনিরুদ্ধের বাবা রণবীর মহেন্দ্র ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ছিলেন। অন্যদিকে, অনিরুদ্ধের দাদু ছিলেন হরিয়ানার কিংবদন্তী জাঠ নেতা প্রয়াত বংশীলাল। পাশাপাশি, তিনি হরিয়ানার চারবারের মুখ্যমন্ত্রী ছিলেন।
আসন্ন নির্বাচনে অনিরুদ্ধের বিরুদ্ধে বিজেপি প্রার্থী শ্রুতি চৌধুরী। সম্পর্কে শ্রুতি অনিরুদ্ধের খুড়তুতো বোন। উল্লেখ্য, এই আসনে কংগ্রেসের টিকিটে ২০০৫ সাল থেকে চার বারের বিধায়ক ছিলেন শ্রুতির মা কিরণ। চলতি বছর তিনি বিজেপিতে যোগ দেন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ।
অন্যদিকে, শ্রুতির বাবা প্রয়াত সুরেন্দ্র সিং ছিলেন বংশীলালের ছোটো পুত্র। তিনিও কংগ্রেসের টিকিটে সাংসদ এবং মন্ত্রী ছিলেন। শ্রুতি নিজেও ২০০৯ সালের লোকসভা ভোটে ভিওয়ানি-মহেন্দ্রগড় আসনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন