নির্বাচনের কথা মাথায় রেখেই 'রাজনৈতিক বাজেট' পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। সোমবার ২০২১ সালের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী। তারপর থেকেই বিরোধীদের তরফে আক্রমণে বিদ্ধ হয়ে চলেছেন নির্মলা।
কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল টুইট করে জানিয়েছেন, 'আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই কেরল, পশ্চিমবঙ্গ ও অসমের জন্য বিশেষ সড়ক প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এই বাজেট কী অর্থনৈতিক খতিয়ান না কী ভোটের টিকিট? আশা করছি, কেরল, পশ্চিমবঙ্গ ও অসমকে দেওয়া প্রতিশ্রুতি পালন করা হবে। বিহারকে বিনামূ্ল্যে দেওয়া ভ্যাকসিনের জন্য বিশেষ প্যাকেজ দেওয়ার মতো পরিস্থিতি যাতে না হয়।'
তিনি আরও বলেন, তিনটি রাজ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যথাক্রমে ২৫ হাজার কোটি, ৬৫ হাজার কোটি, ৩,৪০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যদিও এই বাজেটে পেশ করা তথ্য অস্বীকার করেছে সমস্ত অবিজেপি রাজ্যগুলো। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং জানিয়েছেন, কেন্দ্র ইচ্ছা করেই অবিজেপি রাজ্যগুলোকে অবহেলা করেই এই বাজেট তৈরি করেছে। তিনি আরও দাবি করেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষ, মধ্যবিত্ত ও কৃষকদেজ কোনও কথাই ভাবেনি এই বাজেটে। বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে পঞ্জাব ও উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে।
কেন্ত্রীয় সরকার ও রাজ্যগুলোর মধ্যে আর্থিক ঘাটতির কথা উল্লেখ করে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, 'অ-যুক্তরাষ্ট্রীয় মনোভাবের পরিচয় দিয়ে অবিজেপি রাজ্যগুলোর প্রতি কেন্দ্রীয় সরকারের উদাসীনতা পরিষ্কার বোঝা গিয়েছে এই বাজেটে।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন