প্রায় ৬০ ঘন্টা আয়কর অভিযানের পরেও অদম্য মনোভাব প্রকাশ করেছে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (BBC)। বৃহস্পতিবার, মধ্যরাতে বিবৃতি প্রকাশ করে BBC জানিয়েছে, 'বিবিসি একটি বিশ্বস্ত, স্বাধীন সংবাদমাধ্যম। আমরা আমাদের সহকর্মী ও সাংবাদিকদের পাশে আছি, যারা ভয় ছাড়াই নিরপেক্ষ ভাবে খবর করে যাবে।'
বিবৃতির শুরুতে লেখা হয়েছে, 'আয়কর বিভাগের আধিকারিকরা দিল্লি এবং মুম্বাইয়ে আমাদের অফিস ছেড়েছে। ভবিষ্যতেও আমরা কর্তৃপক্ষের সাথে সহযোগিতা অব্যাহত রাখব। আশা করি, বিষয়টি দ্রুত নিষ্পত্তি হবে।'
একইসঙ্গে BBC জানিয়েছে, 'আমাদের অনেক কর্মীকেই দীর্ঘ প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কাউকে রাত জাগতে হয়েছে। তাঁদের সুরক্ষা দেওয়া আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে।'
'আমাদের পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ভারত এবং এর বাইরেও আমাদের শ্রোতাদের পরিবেশন করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি আমরা।'
২০০২ সালের গুজরাট হিংসা নিয়ে তৈরি বিবিসি (BBC)-র তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্যা মোদী কোয়েশ্চেন' প্রচারের কয়েক সপ্তাহ পরে এই অভিযান চালায় আয়কর দফতর (Income Tax)।
গত মঙ্গলবার, সকাল সাড়ে ১১টার সময়, একযোগে দিল্লি ও মুম্বাইয়ের বিবিসি অফিসে অভিযান চালায় আয়কর দফতরের অফিসারেরা। দীর্ঘ ৬০ ঘণ্টা ধরে চলে এই অভিযান। তবে, আয়কর দফতরের অফিসারেরা এটিকে 'সমীক্ষা' (survey) দাবি করেছেন।
মূলত কর ফাঁকি ও ট্রান্সফার প্রাইসিং সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই এই 'সমীক্ষা' চালানো হয়েছে বলে জানিয়েছে আয়কর দফতর।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি, বিবিসি (BBC)-র তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্যা মোদী কোয়েশ্চেন'-কে নিষিদ্ধ ঘোষণা করে মোদী সরকার। তথ্য প্রযুক্তি বিধি, ২০২১-এর অধীনে জরুরি ক্ষমতা ব্যবহার করে, তথ্যচিত্রের লিঙ্ক শেয়ার করা ইউটিউব ভিডিও এবং টুইটার পোস্ট ব্লক করার নির্দেশ দেয় কেন্দ্র। এই ঘটনার কয়েক সপ্তাহের মধ্যে এই সমীক্ষা চালায় আয়কর দফতরের অফিসারেরা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন